নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
টুইন টাওয়ার দেখতে চাইলে এবারে আপনাকে আসতে হবে ছোট বাজারে। হ্যাঁ ঠিক তাই।প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটে টুইন টাওয়ার গড়ে তোলা হচ্ছে ছোট বাজার দুর্গোৎসব কমিটির উদ্যোগে। ৮২ তম বর্ষে এই পুজো সমিতির পুজোর কটা দিনে থাকছে নানান ধরনের অনুষ্ঠান।এইদিন খুঁটি পুজো ও কাঠামো পুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা করলেন সদস্যরা।
জন্মাষ্টমীর দিন খুঁটি পূজো ও কাঠামো পূজোর মধ্য দিয়ে শুরু হলো ছোট বাজার পুজো সমিতির দুর্গোৎসব।মূলত সোমবার ছিল কৃষ্ণের জন্ম উৎসব জন্মাষ্টমী।আর এই শুভ দিনে উদ্বোধন হলো বিভিন্ন পুজো কমিটির খুঁটিপুজো ও কাঠামো পুজো।এদিন মেদিনীপুর শহরে এক ও অন্যতম বিগ বাজেটের পুজো ছোট বাজার পুজো সমিতির কাঠামো পুজো হলো সাড়ম্বরে।এদিন প্রথমে ফল ফুল নৈবদ্য সহকারে শঙ্খ ঘন্টা বাজিয়ে পাটা পূজো করা হয় ছোট বাজার দুর্গোৎসব পুজো সমিতির।এরপর বৃষ্টির মধ্যেই খুঁটি পুজো হয়।নারকেল ফাটিয়ে ফলমূল দিয়ে খুঁটি পুজো করেন কমিটির সদস্যরা।যা ঘিরে ছিল উৎসাহ উদ্দীপনা ছিল মেদিনীপুর শহরে।মূলত এই মেদিনীপুর শহর ও জেলায় বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম হলো এই ছোট বাজার দুর্গোৎসব পুজো সমিতি।এবছর এই পুজো ৮২ তম বর্ষে পদার্পণ করল।প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের খরচা করে মালয়েশিয়ার”টুইন টাওয়ার”গড়ে তোলা হচ্ছে এই ছোটবাজারে।এছাড়াও পঞ্চমী থেকে দশমি পর্যন্ত থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতি অনুষ্ঠানের রক্তদান শিবির এবং ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। পুজো শেষে বিসর্জনেও থাকছে নতুনত্ব এই পুজো কমিটির।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব যুগ্ম সম্পাদক অরুণ চৌধুরী,পৃথ্বীশ দাস,এলাকার কাউন্সিলর লিপি বিষই,সঞ্জয় আন্দিয়া,কাঞ্চন দাস, ভোলা কুন্ডু,পার্থ নাগ,বাবু ভট্টাচার্য,স্যান্ডি দে,কল্যাণ জানা,দেবজিৎ দে সহ সমিতির সদস্যরা।
এদিন ক্লাব কর্তা অরুণ চৌধুরী বলেন,”মেদিনীপুরে যতগুলো পুরনো পুজো ও আদি পুজো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ছোট বাজার পুজো।এবছর প্রায় কুড়ি লক্ষ বাজেটে টুইন টাওয়ার গড়ে তোলা হচ্ছে।যা দেখতে ভিড় জমাবে হাজার হাজার দর্শনার্থী।আমরা পঞ্চমী থেকে দশমি পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান রেখেছি এই পূজা মন্ডপে।প্রতিবছর আমরা নতুন নতুন থিমের উপহার দিয়েছি,এ বছরও নতুনত্ব থাকছে।