Chuyadanga School: শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা হাইস্কুলে আলোচনা সভা

Share

নিজস্ব প্রতিনিধি,চুয়াডাঙ্গা:

গত 14 ই নভেম্বর থেকে 20 ই নভেম্বর এক সপ্তাহ ধরে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।রাজ্যের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর ও জেলা প্রশাসনে উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।এই উপলক্ষ্যে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের সভা ঘরে শিশুর অধিকার ও ‘কিশোরীদের ক্ষমতায়ণ’ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মূলত এইদিন এই সভায় বিদ্যালয়ের একাদশ ও নবম শ্রেণীর ছাত্রীরা,কন্যাশ্রী ক্লাবের সদস্যারা এবং ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন।এই সভার নানা ধরনের তথ্য ও উদাহরণ দিয়ে আলোচনার বিষয়বস্তু প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন জেলার প্রোজেক্ট অফিসার পীযূষ কান্তি রথ,ইউনিসেফের জেলা কো-অর্ডিনেটর সানা উকিল।শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ সহ নানা বিষয়ে আলোচকরা আলোচনা করেন।ছাত্রীরা ও অভিভাবকরা এই আলোচনায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কন্যাশ্রী বিভাগের এসিডিএম মৌমিতা দাস,চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা,শিক্ষক সরোজ মান্না,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,শিক্ষিকা চায়না চার,শিক্ষক সঞ্জয় সখা চাবরী,শিক্ষক রবীন্দ্রনাথ মিদ্যা,প্রদ্যোৎ জানা সহ অন্যান্যরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in