নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
জঙ্গলমহল সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে বুধবার সকালে হেলিকপ্টারের মহড়া হল ঝাড়গ্রাম শহরে অবস্থিত হেলিপ্যাড গ্রাউন্ডে।জানা গিয়েছে ৮ই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।তাই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে হেলিকপ্টারের মহড়া হয়।হেলিকপ্টারের মহড়ার সময় হেলিপ্যাডে উপস্থিত ছিলেন সিএম সিকিউরিটি সহ ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস।
প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের পর এই প্রথম ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী।ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি ২০১৯ সালে জয়লাভ করেছিল বিজেপি।এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে ঝাড়গ্রাম লোকসভা আসনটি ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।সেই জায়গায় মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর যথেষ্ট গুরুত্ব রাখছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে।বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।ঝাড়গ্রাম স্টেডিয়ামে জোর কদমে চলছে প্রস্তুতিও।