Collegiate School:কবি গুরুকে স্মরণ কলেজিয়েট স্কুলের!রাগে-সুরে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে”বাইশে শ্রাবণ”পালন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস।এই দিন মেদিনীপুর শহরে কলেজিয়েট (বালক) স্কুলে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সহ কর্মচারীবৃন্দ।এরই সঙ্গে কবিগুরুর গান আবৃত্তি পাঠ করেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা।

শ্রাবণের বাতাসে আছে বিদায়ের সুর।১৩৪৮ সালের আজকের দিনে ২২শে শ্রাবণ প্রিয় কবির চলে যাওয়া অনন্তের উদ্দেশ্যে।কিন্তু বিদায়ের সে সুর মিলনের রাগে বেজে উঠল মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাঙ্গনে।বাইশে শ্রাবণ এর বরিষণ মুখরিত বেলা কানায় কানায় পরিপূর্ণ হল এইদিন।মুলত বিশ্বকবির প্রয়াণ দিবসের ৮৪ তম বর্ষের নানান স্মরণীয় মুহূর্তের সমন্বয়ে।এইদিন বিদ্যালয়ে বিশ্ববরেণ্য কবির শ্বেতশুভ্র মূর্তিতে মাল্যদান সহযোগে শ্রদ্ধা জানান প্রধান শিক্ষিকা হিমানী পড়্যা।সহযোগিতার হাত বাড়িয়ে দেন সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী রতন কুমার মান্না।তিনি পুষ্পার্ঘ নিবেদন ও উপস্থিত ছাত্রদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্যটি ছিল মনোগ্রাহী।বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের যুগ্ম আহ্বায়ক মাননীয় শ্রী কল্যাণ ঘোষ মহাশয় মাননীয় শ্রী অভিজিৎ ঘোষ মহাশয় এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজন করেন।অনুষ্ঠানের উদ্বোধনী সংগীতটি ছিল শিক্ষক শম্ভুরাম মাইতির কন্ঠে।কবিগুরুর গান সুকন্ঠে পরিবেশন করে রাবীন্দ্রিক পরিমন্ডল নির্মাণ করেন হিমানী পড়্যা।পাশাপাশি শিক্ষিকা সানাই পাত্র এইদিন সংগীত পরিবেশন করেন। সুরের মূর্ছনায় ও বক্তৃতা আলোচনায় আজকের বিশেষ দিনটিতে উপস্থিত সকলেই ঋদ্ধ হয়েছেন।বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক আশিস পাত্র সুললিত বক্তব্যে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রবৃন্দ সমৃদ্ধ হয়।

এই দিনের সমগ্র অনুষ্ঠানটি সাবলীল ও সুচারুভাবে পরিচালনা করেছেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক সুকুমার ভূঁইয়া।সব মিলিয়ে এই বাইশে শ্রাবণের বিকেলে নিবিড় ভাবে ধরা দিয়েছেন”নিভৃত প্রাণের দেবতা আমাদের সবার প্রিয় রবি ঠাকুর”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in