Dewal likhan:ভোট ঘোষণার আগেই মেদিনী পুরে দেওয়াল লিখন দিলীপ ঘোষের!বললেন ক্যান্ডিটেড সেকেন্ডারি

Share

নিজস্ব প্রতিনিধি,পাটনা বাজার:

ভোট ঘোষণা হয়নি তার আগে দেওয়াল লেখা শুরু করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।নাম গোপনে রেখেই পদ্ম ফুল আঁকলেন এবং লিখলেন “এবারও মোদি সরকার”।যদিও যাওয়ার আগে সন্দেশখালি এবং শাহাজান নিয়ে কটাক্ষ করেন।

সবে ফেব্রুয়ারি মাস এখনো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি।যদিও ভোট হওয়ার কথা রয়েছে এপ্রিল মে মাস নাগাদ।ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। লোকসভা ভোট নিয়ে প্রার্থী তালিকা ও ঘোষণা করেনি কোন দল।তবে নাম ঘোষণার আগেই দেওয়াল লেখা শুরু করলো বিজেপি। এদিন মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় দেওয়ার লিখলেন খোদ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।নিজে হাতে তুলি নিয়ে তিনি পদ্ম ফুল আঁকলেন এবং “আবার একবার মোদি সরকার”লিখলেন দেওয়ালে।সেই দেওয়াল লেখার দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ওয়ার্ড ও জেলার শতাধিক কর্মী ও নেতৃত্ব।তবে দেওয়াল লেখায় তিনি পদ্ম ফুল আঁকলেন তো বটে কিন্তু কোন নাম লিখলেন না।ফলে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে মেদিনীপুরের বিজেপির প্রার্থী নিয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য কানঘুসো শোনা যাচ্ছে এবারে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী হতে চলেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।কারণ মোদী থেকে অমিত শাহ সবাই ভরসা রেখেছেন পুরনো একনিষ্ঠ কর্মী দিলিপের উপর।অন্যদিকে মেদিনীপুরে প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সম্ভবত জুন মালিয়া।তবে আরেকটি নাম ও শোনা যাচ্ছে তৃণমূলের প্রার্থী হিসেবে হিসেবে তার নাম বর্তমান তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার।যদিও এখনও প্রার্থী কনফার্ম কিছু হয়নি।তবে তৃণমূল এ বিষয়ে এখনই দেওয়াল লেখা শুরু করেনি। কিন্তু বিজেপি এক্ষেত্রে ভোট প্রচারে এগিয়ে থাকতে চাইছে দেওয়ার লেখার মাধ্যমে।উল্লেখ্য গতবারের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া কে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।এই দিলীপ ঘোষের হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাই এইবারেও কনফার্ম প্রার্থী দিলীপ ঘোষ ধরেই প্রচারে নামলেন তিনি।

এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন ক্যান্ডিডেট হচ্ছে সেকেন্ডারি।আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। সারা রাজ্য এবং দেশের সঙ্গে আমরা দেওয়াল লেখা শুরু করে দিলাম।সন্দেশখালি নিয়ে বলেন সবাই কে বাধা দিচ্ছে শাসক দল।


Share

dnews.in