Convocation:রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসব

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) এর ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল ও বর্ণময় তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত বৃহস্পতিবার।এই মাঙ্গলিক অনুষ্ঠানে ঋদ্ধ হয়ে উঠেছিলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত বিশিষ্ট অতিথিবৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে।এই মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্তকুমার চক্রবর্তী।

এইদিন বৌদ্ধিক শোভাযাত্রার সমাপ্তিতে উপাচার্য মহোদয়’উপাধি প্রদান’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহার স্বাগত ভাষণে ফুটে ওঠে মধ্যবিদ্যালয়ের ক্রমোন্নয়নের রূপরেখা।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.চক্রবর্তী এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তুলে ধরেন উচ্চশিক্ষায় আন্তঃ বিভাগীয় গবেষণাধর্মী পঠন পাঠন ও দক্ষতাভিত্তিক শিক্ষার উপযোগিতার কথা।এই অনুষ্ঠনে উপস্থিত খড়্গপুর আই আই টি’র এর মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং বিভাগের স্বনামধন্য প্রফেসর ড.সুমন চক্রবর্তীর বক্তব্যে প্রাকশিত হয় মৌলিক গবেষণার বহুতরী আলোকিত দিগন্ত।এই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তরের ২৩৪ জন এবং স্নাতক স্তরের ৮৫৯ জন ছাত্রী পদক ও শংসাপত্র প্রাপ্ত হয়েছে।মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য রাণী শিরোমণি গ্রীণ ইউনিভার্সিটি-এর উপাচার্য WASCHE-এর সহ- সভাপতি প্রফেসর ড. আশুতোষ ঘোষ এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ও জয়শ্রী লাহা’র উপস্থিতিতে নান্দনিক প্রভায় সমুজ্জ্বল হয়ে উঠেছিলো তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান।

সমগ্র অনুষ্ঠানটি সাবলীল দক্ষতায় সর্বাঙ্গ সুন্দরভাবে পরিচালনা করেন মহাবিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার সেক্রেটারি অধ্যাপিকা দেবযানী মুখার্জী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in