নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
তৃণমূল এবং বিজেপির পাশাপাশি এবার মনোনয়ন জমা দিল বামেরা।তবে মেদিনীপুর উপ-নির্বাচনে এবারে বামেদের শরীক প্রার্থী সিপিআই লড়াই করছে।তাই সিপিআই এর হয়ে এবারে ভোটে দাঁড়িয়েছে মণিকুন্তল খামরুই।ভোটের আগে রীতিমতো মিছিলের মধ্য দিয়ে মনোনয়ন জমা দিলেন এই বাম প্রার্থী।
মনোনয়ন জমা দেওয়ার শেষের আগের দিন রীতিমতো বর্ণাঢ্য মিছিল করে বামেদের হয়ে মনোনয়ন জমা দিলেন সিপিআই প্রার্থী মনি কুন্তল খামরই।এদিন তিনি মেদিনীপুর শহরে একটি বর্ণাঢ্য মিছিল করে তার কর্মী সমর্থক নিয়ে হাজির হন সদর মহকুমা শাসক অফিসে। নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তিনি মনোনয়ন জমা দিলেন। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের বললেন,”আমাদের লড়াই গোটা রাজ্যজুড়ে দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে।আমরা শহরের সঙ্গে গ্রামেও প্রতিদিন প্রচার করছি।প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন আমরা জেতার ব্যাপারে আশাবাদী।আমরা সারা বছরই মানুষের লড়ায়ে পাশে থাকি।
প্রসঙ্গত উল্লেখ্য,এবারে মেদিনীপুর উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হচ্ছে না।তার জায়গায় প্রত্যেকে আলাদা আলাদা করে প্রার্থী দিয়ে উপনির্বাচনের লড়াই করছেন।