নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পুজোর মুখে ফের ঝড়-ঝঞ্ঝার আশঙ্কা গোটা পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুরে।মূলত দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো কাটিয়ে আলোর উৎসবের দিন গুনছে বাংলা সহ আপামর বাঙালি।আর তার মধ্যেই অশনি সংকেত দিল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর মতে মধ্যআন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত,সোমবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে।যার ফলে, আগামী রবিবার কলকাতা,হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।পাশাপাশি ২৩ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে।এরই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।তবে দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর,দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।এই আবহাওয়ায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
প্রসঙ্গত উল্লেখ্য,পুজোর আগে টানা বর্ষণ এবং DVC ছাড়া জলে প্লাবিত হয়েছিল গোটা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়,পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশন ঘাটাল,দাসপুর এলাকা।এরই পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি এখনো কেশপুর ডেবরা পিংলা সহ বেশ কিছু অংশ।বহু জায়গায় এখনো মানুষ ঘর ছেড়ে শুকনো জায়গায় আশ্রয় নিয়েছে।যদিও সেই পরিস্থিতি স্বাভাবিক হতে আস্তে আস্তে জল নামতে ঘরে ফিরতে শুরু করেছে স্থানীয় মানুষজন।তবে নতুন করে ফের দুর্যোগের আশঙ্কায় আতঙ্কিত এই জেলার মানুষজন।