Dalmia Company : Dalmia কোম্পানি থেকে বিনামূল্যে ভ্রাম্যমান কম্পিউটার বাস জঙ্গল মহলে! শিক্ষিত হচ্ছে পড়ুয়ারা

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনী:

জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে Dalmia Company র চলছে ভ্রাম্যমান কম্পিউটার বাস।যেই বাসে এই পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত ছাত্র ছাত্রীরা বিনা পয়সায় শিক্ষায় শিক্ষিত হচ্ছে।এই পর্যন্ত প্রায় কয়েকশো ছাত্র ছাত্রী শিক্ষিত হয়েছে।

মূলত জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার মধ্যে এক এবং অন্যতম হল শালবনি বিধানসভা।এই গোদাপিয়াশালে ডালমিয়া সিমেন্ট কোম্পানি গত ২০১৪ সালে পথ চলা শুরু হয়।কিন্তু পথ চলা শুরু হওয়ার পর থেকেই এই জঙ্গলমহল অধ্যুষিত গ্রামগঞ্জে কে বাঁচিয়ে রাখতে এবং তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সংস্থার লোকজন।ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে বিনে পয়সার কম্পিউটার বাস পরিষেবা চালু করেছে এই সংস্থা।এই বাসে সোলার এনার্জি সিস্টেমে তৈরি চালু হয় এই কম্পিউটার।যা থেকেই কম্পিউটার শিখতে পাবে পরিবারের পড়ুয়ার।যাদের সামর্থ্য নেই সরকারি ও বেসরকারী ভাবে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে সেরকম পড়ুয়ারা আবেদন করে অতি সহজেই শিখছে এবং কম্পিউটারে পারদর্শী হয়ে উঠছে এই ভ্রাম্যমান বাস থেকে।

এই বাসে একসঙ্গে রয়েছে ১৫ থেকে ২০ টি কম্পিউটার।ওয়ার্ড,এক্সেল,ডিজাইনিং, অনলাইনে ফর্ম ফিলাপ,টাইপিং সহ বিভিন্ন কোর্স করাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী।তাই এলাকায় দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরা অতি সহজেই ভিড় জমাচ্ছেন এবং তারাও কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে হাতে-কলমে পারদর্শী হয়ে উঠছেন।আর তাতেই হয়তো চিত্রটা বদলে যেতে চলেছে এই মেদিনীপুরের শালবনী এলাকার।এই বিষয়ে পড়ুয়ারা বলেন আমরা বিনা পয়সায় কম্পিউটার শিখছি।ভালো লাগছে গ্রামের মধ্যেই কম্পিউটার শিখতে।অন্যদিকে এই ডালমিয়া সিমেন্ট কোম্পানির এই প্রজেক্টের দায়িত্ব থাকা কর্মকর্তা শ্যাম সুন্দর সূর বলেন ২০১৯ সাল থেকেই আমাদের এই প্রজেক্ট এ শুরু হয়েছে এই জঙ্গলমহলের মানুষের জন্য।এই ক বছরে আমরা প্রায় হাজার খানের পড়ুয়া কে কম্পিউটারে শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি।


Share

dnews.in