Dantan Agitation:ঠিক যেন উলট পুরান!বিরোধীরা নয় শাসকদল আক্রান্ত দাঁতনে,অভিযুক্ত বিজেপি

Share

নিজস্ব প্রতিনিধি,দাঁতন:

মেদিনীপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উস্কানির জেরে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে।সোমবার বেলা ২টো নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে দাঁড়িয়ে দাঁতনের বিজেপি তৃণমূল সংঘর্ষ প্রসঙ্গে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা।

ঠিক যেন উলট পুরান।ভোটের পর ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত গোটা রাজ্যের সঙ্গে জেলা পশ্চিম মেদিনীপুরে তবে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটু আলাদা।কেননা এখানে বিরোধীদলের নয় বরং শাসক দলের নেতাকর্মীরাই আক্রান্ত হলো বিজেপির কাছ থেকে। এইরকমই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা ক্রমে জানা যায় রবিবার সন্ধ্যায় দাঁতন থানার অন্তর্গত সোলেমানপুর এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৩ তৃণমূল কর্মী আক্রান্ত হয়।এরপর তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে।পরে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাঁদের মধ্যে কাজল পাত্র ও হিমাংশু জানা নামে দুই কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এদের মধ্যে কাজল পাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হিমাংশু জানা ভর্তি থাকেন মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তাকে দেখতে এদিন দুপুর নাগাদ হাসপাতালে ছুটে আসেন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা।

তিনি আহত কর্মীর খোঁজ-খবর নেন এরপর মুখোমুখি সাংবাদিকদের হয়ে কটাক্ষ করেন হেরে যাওয়া বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার বিরুদ্ধে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in