Dead Body Recovery : বল্লভপুর পুকুরে এক যুবকের মৃতদেহ! দেহ উদ্ধার করে ময়নাতদন্তে কোতোয়ালি পুলিশ,চাঞ্চল্য এলাকায়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সকাল সকাল মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকায় একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহটি ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়।তবে পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করে পুকুর পাড়ে নিয়ে আসা হয়।স্থানীয় বাসিন্দারা সনাক্ত করেন মৃতদেহটি তাদের পাশের এলাকার বাসিন্দা সিজার সিংহ রায়ের।মূলত ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিজার কালীপুজোর রাত থেকে নিখোঁজ ছিলেন।তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও মেলেনি সিজারের সন্ধান।এই সিজার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সিজার।অবশেষে সিজারকে পাওয়া গেল তবে নিথর অবস্থায়।ইতিমধ্যে কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান।সিজারের পরিবারের পাশাপাশি এলাকাবাসীদের মধ্যে নেমেছে শোকের ছায়া।

বল্লভপুর

এই বিষয়ে স্থানীয় শান্তনু মিশ্র বলেন কালী পুজোর রাত থেকে নিখোঁজ ছিল সিজার।তার বাড়িতে মা-বাবা দুটো বাচ্চা রয়েছে। সিজার বেসরকারি সংস্থায় কাজ করতে বলে শুনেছি।তারপরে দেখলাম এই জলে ভাসতে।কি কারনে হয়েছে বলতে পারব না। এলাকায় এমনি তো ভালো ছেলে ছিল।


Share

dnews.in