#Medinipur #News #LatestBengali #NewsBangla #Medinipur24X7News
পুরসভার পক্ষ থেকে ৬ অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। আর এই ডেঙ্গু সচেতনতা সপ্তাহের তৃতীয় দিনে মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ওয়ার্ড কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়।
ডেঙ্গু প্রতিরোধে নিযুক্ত কর্মীদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি সচেতনতা গড়তে পরিদর্শন করেন তিনি। সকলকে দেন একটি করে হ্যান্ডবিলও।এলাকাবাসীদের বলেন ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে এবং বাড়ির কোথাও জমা জল রাখা যাবে না। আরো যদি জ্বর বা গা-হাত-পা ব্যথা ইত্যাদি থেকে থাকে তাহলে তৎক্ষণা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে। এছাড়াও এলাকার বিভিন্ন নালা নর্দমার পাশাপাশি নোংরা আবর্জনা জমাস্থান ও পরিদর্শন করেন কাউন্সিলর। ডেঙ্গু নিধনে ওয়ার্ডে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে পৌরসভার কর্মীরা।।
dnews.in