সিবিআই নিয়ে মুখ খুললেন দেব

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল :

রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে এলেন এলাকার সংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। ঘাটালের আজব নগর এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি খড়ার গার্লস স্কুলে বিপর্যস্ত বিল্ডিং পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷

কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে ফের সিবিআই তল্লাশির পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷ প্রসঙ্গত এ দিন সকাল থেকেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি শুরু হয়েছে৷ সবমিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলছে৷ এর মধ্যে রয়েছেন শাসক দলের একাধিক আরও নেতা৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজনৈতিক প্রতিহংসার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই হয়রানি চলছে বলে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ যদিও আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে কিছু তেমন মন্তব্য করতে দেখা গেলনা এলাকার সংসদ দেবকে।


Share

dnews.in