নিজস্ব প্রতিনিধি,ডেবরা:
ভোটের আগে বিজেপি কার্যকর্তার বাড়িতে পুলিশের একাধিক হানার ঘটনায় দেবের কোন ভূমিকা নেই বলে জানালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।তিনি বলেন হিরন যেই ধরনের ফেক অডিও ভাইরাল করেছে তার জন্যই হয়তো পুলিশ গিয়েছে।তবে হিরনকে আমার তরফ থেকে শুভেচ্ছা আর অভিনন্দন রইল এই ভোটের জন্য।
ভোটের জন্য হাতে মাত্র মাঝে দুটো দিন ইতিমধ্যে বেছে বেছে বিজেপির প্রার্থীর বাড়িতে পুলিশে হানাতে ক্ষুব্ধ হয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরন চট্টোপাধ্যায়। আর এই ঘটনায় হিরন সরাসরি পুলিশের পাশাপাশি আঙ্গুল তুলেছেন তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে।তবে এদিন তৃণমূল প্রাক্তন সাংসদ দেব কে প্রশ্ন করা হলে তিনি বলেন এই ঘটনায় তার কোন ভূমিকা নেই।তিনি হিরনের নামে মন্তব্য করতে গিয়ে বলেন,প্রথম থেকেই আমার নামে উল্টোপাল্টা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে হিরন।আমার নামে টাকা নেওয়ার অভিযোগ করেছে,ভুয়ো অডিও দিয়ে আমাকে বারবার অভিযোগ করার হুমকিও দিয়েছে।আমার মনে হয় পুলিশ এরকম কোন ঘটনায় তার কর্মীদের বাড়িতে গিয়েছিল এবং হানা দিয়েছে।তবে দিন তিনি হিরনকে একরাশ অভিনন্দন জানিয়ে বলেন হিরনকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।কারণ ভোট হতে আর মাত্র দুটো দিন বাকি।তাছাড়া ৪ ই জুন স্পষ্ট হয়ে যাবে ঘাটালের মানুষ কাকে চাইছে।আমি হিরনকে এটুকুই বলবো এই ধরনের ভুয়ো ভিডিও,অডিও ভাইরাল করে এবং ফেক অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য,গতপরশু শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি হানা দিয়েছে,রাতেই একাধিক জায়গায় রেড করেছে পুলিশ প্রশাসন।অন্যদিকে তারই কয়েক ঘণ্টার পর গভীর রাত থেকে হিরনের পার্সোনাল সেক্রেটারি বাড়িতে পুলিশে হানা দেয়।এরই সঙ্গে খড়গপুরে, আনন্দপুরের বিজেপি কার্যকর্তার বাড়িতেও পুলিশি অভিযান চলে। মন্ডল সভাপতি কে গ্রেফতার করেও পুলিশ।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন হিরন চট্টোপাধ্যায় এবং তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বলেন কাশ্মীরের জঙ্গি হানাতেও এই ধরনের পুলিশ মুভমেন্ট হয় না।
উল্লেখ্য ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে মেদিনীপুর এবং ঘাটাল লোকসভাতে।কারণ এখানে লড়াই হচ্ছে মূলত অভিনেতা বনাম অভিনেতার এবং অভিনেত্রী বনাম বিজেপি সভানেত্রীর।