নিজস্ব প্রতিনিধি,সবং:
রাগ-অভিমান ভুলে বাংলা প্রাপ্য টাকা ফেরত দিন,মোদিকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করলেন সাংসদ দীপক অধিকারী।পাশাপাশি বললেন বিগত ১০ বছরে যেভাবে কেন্দ্র এজেন্সি গুলোকে দিয়ে বিরোধী দল ভাঙার কাজ করেছেন আগামী পাঁচ বছর তা থেকে বিরত থাকবেন এটাই আশা করব।এদিন বৃক্ষরোপন কর্মসূচিতে এসে এই ধরনেরই কটাক্ষ এবং শুভেচ্ছা জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং তার পাশাপাশি কটাক্ষ করলেন অভিনেতা দীপক অধিকারী। মূলত এই দিন তিনি সবং-এর উচিৎ পুর স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতে।এবারে ঘাটাল লোকসভা থেকে দাঁড়ানোর আগে তিনি নমিনেশন করার দিনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবারে তিনি যত ভোটে জিতবেন তত গাছ লাগাবেন তার ঘাটালের ৭ টি বিধানসভা জুড়ে। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এসে এবার মসনদে তৃতীয়বারের জন্য বসা NDA জোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।এরই সঙ্গে তিনি কটাক্ষ করেন বাংলার বকেয়া টাকা আটকায় আটকে রাখা সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি গুলি বাংলার বিরুদ্ধে এবং বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। এদিন গাছ লাগানোর পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানেই প্রশ্ন উত্তর পর্বে এই উত্তর দেন তিনি।তাকে জিজ্ঞেস করা হয় এবারেও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য মসনদে বসছেন কি প্রতিক্রিয়ায় কি বলবেন এ বিষয়ে দীপক অধিকারী বলেন প্রথমে ওনাকে শুভেচ্ছা কারণ আমি ওনার সিটকে সম্মান জানায়।দেশ যেন সুস্থ ভাবে এগিয়ে চলে। এরপর তিনি কটাক্ষ করে বলেন যে শেষ দশ বছর যেভাবে বিরোধীদের ভাঙার জন্য কেন্দ্র agency গুলিকে ব্যবহার করা হয়েছে সেগুলো যেন আগামী পাঁচ বছর না করা হয়,এই আবেদন রাখলাম।
বাংলা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।এরই পাশাপাশি বকেয়া পাওনা নিয়ে তিনি বলেন উনাকে অনুরোধ করব রাগ অভিমান ভুলে বাংলার রাস্তা সড়ক স্বাস্থ্য সম্পর্কিত এবং ১০০ দিনের বকেয়া টাকা যেন উনি পাঠিয়ে দেন। এই কাজটা যেন আগে হয় এবং আমাদের বাংলা রাজ্য যেন তার বকেয়া টাকা ফেরত পায়।রাজনীতি ভুলে টাকা না আটকে কাজ করবেন এটা আশা রাখি।” হিরণ সম্পর্কে বলেন, আমি কখনোই ব্যক্তি নিয়ে কোন মঞ্চে বক্তব্য রাখি নি।তাই হিরণকে শুভেচ্ছা। রবিবার সবং,ডেবরা, পিংলা,কেশপুর, দাসপুর, ঘাটাল,পাঁশকুড়া এলাকায় প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো হবে।