নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আর পাঁচটা নেতার থেকে তিনি যে আলাদা এর নজির এর আগেও বহুবার দিয়েছেন ঘাটালের প্রাক্তন সাংসদ দেব আর সেই একই পথে হেঁটে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন সাত সকালেই রক্তদান শিবিরে রক্ত দান করে আরেকটি নজির করলেন তিনি।এইদিন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব মেদিনীপুরে মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদান শিবিরে নিজেই রক্ত দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস জিতুক না জিতুক যতগুলি ভোট পাবেন ততগুলি গাছ লাগাবেন ঘাটাল এলাকা জুড়ে।
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এবার মনোনয়নপত্র জমা দিতে এলেন ঘাটালের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী।এদিন মেদিনীপুর শহরে কালেক্টরেটে অতিরিক্ত জেলাশাসকের কাছে তার মনোনয়ন জমা দেন।তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। হুডখোলা গাড়িতে রীতিমতো বর্ণাঢ্য মিছিল সহকারে দিন মনোনয়নপত্র জমা দিতে এলেন দীপক অধিকারী ওরফে অভিনেতাদেব।তার সঙ্গে ছিল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আসিস হুদাইত,পিংলার বিধায়ক অজিত মাইতি,মানুষ ভূঁইয়া,শিউলি সাহা মহম্মদ রফিক, মমতা ভূইয়াসহ সহ অনেকে।প্রসঙ্গত উল্লেখ্য,মনোনয়ন জমা দেওয়ার আগে,ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে ঘাটালের খড়ার শহরে দলপতিপুরে স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সাত সকালে সেখানে রক্তদান করে মনোনয়ন পত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দেব ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।
এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী দেব বলেন,দেব জানান যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার।এদিন রক্তদান শিবির থেকেই দেব আরও একটি শপথ গ্রহণ করেন যে এই নির্বাচনে তার জয় হোক বা না হোক যতগুলি ভোট তৃণমূল কংগ্রেস পাবে ততগুলি গাছ তৈরি,ঘাটাল লোকসভায় জুড়ে লাগাবেন তিনি।একই সাথে তিনি বিরোধীদেরকেও এই কাজে আহ্বান জানান।