Dev Prochar:রাজ্যের উন্নয়নে হস্তক্ষেপ কেন্দ্র সরকারের,স্পিড বেকার লাগাচ্ছে বলে কটাক্ষ দীপক অধিকারীর

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

লোকসভার ভোট ঘোষণার পরেই একের পর এক প্রচার ও রোড শো করে চলছেন ঘাটালের প্রাক্তন সাংসদ এবং বর্তমান তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। ঘাটাল দাসপুরের প্রচার সভা করতে এসে তিনি গার্ডেনরিচ কান্ডে মুখ খুললেন।তিনি বললেন এই ঘটনায় যাদের গাফিলতিতে ঘটনা ঘটেছে তাদের খুঁজে বার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত।এরই পাশাপাশি তিনি পাঁশকুড়ার রেল সমস্যা ও উড়ালপুল নিয়ে বলেন “রাজ্যের উন্নয়নে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এবং স্পিড বেকার লাগাচ্ছে,যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত”।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঘাটালে এবারের তৃণমূল প্রার্থী হয়েছে গত দুবারের জেতা সাংসদ দীপক অধিকারী ওরফে টলিউড অভিনেতা দেব।গত ২০১৪ সালের দেব দাঁড়িয়েছিল এলাকার সিপিআই প্রার্থীর বিরুদ্ধে।প্রথম জিতে ঘাটাল দখল করে তৃণমূল। এরপর ২০১৯ সালে প্রার্থী চেঞ্জ হয়ে রাজ্যের প্রধান বিরোধী বিজেপির হয়ে হয় প্রার্থী ভারতী ঘোষ।যদিও ভারতীর বিরুদ্ধে লড়েও দেব জয়ী হয়।এবারে ঘাটালের প্রার্থী চেঞ্জ করেছে বিজেপি।দেবের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় কে।আর সেই প্রার্থীর নাম ঘোষণা হতে প্রচারে নেমে পড়েছেন দেব। একের পর এক তিনি রোড শো করছেন এবং পায়ে হেঁটে প্রচার করছেন।সঙ্গে বিভিন্ন মন্দির মঠে পুজোয় দিচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন।


Share

dnews.in