Dev Road Show:প্রথম রোড শো করতে ঘাটালে এলেন অভিনেতা দেব!মানুষের জনসমাগমে পায়ে হেঁটে শো তৃণমূল প্রার্থীর

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

ভোট ঘোষণা হয়নি তবে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।আর ঘাটালে প্রার্থী সেই দুবার জেতা সাংসদ অভিনেতা দেব।ঐদিন তিনি প্রথম এলেন রোড শো করতে।বিপুল মানুষের জনসমাগমে তিনি হেঁটে রোড শো করলেন ঘাটাল সংসদ এলাকায়।যদিও রোড শো করেন কুশপাতা থেকে বিবেকানন্দ মোড় প্রায় ২ কিলোমিটার।এরপর তিনি সাংবাদিক বৈঠক করেন।তিনি হিরনকে নিয়ে মন্তব্য করেন বলেন একটু পড়াশোনার করার প্রয়োজন আছে।

ভোটের প্রাক্কালে ঘাটালে প্রচারে এলেন দুবার জেতা সাংসদ অভিনেতা দেব।এইদিন তিনি কয়েক হাজার মানুষের সমাগমে এই পদযাত্রা করেন।এই পদযাত্রা কুশপাতা থেকে পুরো ঘাটাল পরিক্রমা করে।এই অভিনেতার সঙ্গে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,জেলা সভাপতি আশীষ হুদাইত,মন্ত্রী শিউলি সাহা সহ বিশিষ্ট নেতৃত্ব।এই দিন পায়ে হেঁটে রোড শো করার আগে সাংবাদিকদের অভিনেতা হিরন সম্পর্কে দু চার লাইন মন্তব্য রাখেন।তিনি বলেন,”ঘাটালে মাস্টার প্ল্যান হয়েছে কিনা আরটি আই করা উচিত।এর সঙ্গে রাজনীতিতে অনেকেই এরকম উল্টাপাল্টা কথা বলে।না বুঝে শুনে চোর অভিযোগ করে,তাই বলব আগে একটু পড়াশোনা করা উচিত।এরপর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন ২০২৪ এর নির্বাচনের পর ২০২৬ এ যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয় ২০২৬ এ আপনাদের কি করতে হবে আপনারা জানেন।যদিও মূল স্লোগান সম্পর্কে দেবের মন্তব্য ঘাটাল মাস্টার প্ল্যান এবং উন্নয়ন।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৪ সালে প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেব। সেবারে বড় সাফল্য পায় তৃণমূল।কারণ সিপিআই প্রার্থী কে হারিয়ে দেব ওরফে দীপক অধিকারী বিপুল ভোটে জয়ী হন।এরপর আর ফিরে তাকাতে হয়নি।২০১৯ সালেও দেব এই ঘাটাল থেকেই জয়ী হন কিন্তু তার সঙ্গে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের লড়াইটা হয়েছিল ইঞ্চিতে ইঞ্চিতে।যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচনে দেশের সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে ছিল ভারতী ঘোষ প্রথম থেকেই।যদি মুসলিম সম্প্রদায় অধ্যুষিত কেশপুরে তৃণমূলের লক্ষাধিক ভোটের লিড জিতিয়ে দেয় অভিনেতা দেব কে।যদিও এই ঘাটাল থেকে প্রায় ছয় লক্ষ ভোটে পেয়েও পরাজিত হন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।এরপর আবার ২০২৪ এর লোকসভা নির্বাচন।যদিও এবারের সমীকরণটা আলাদা।

এবারে ঘাটালের সাংসদ দেবের সঙ্গে লড়াই হবে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের।উল্লেখ্য হিরন এর আগে খড়গপুর থেকে বিধায়ক হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন।এরপর তিনি ওয়ার্ডেও দাঁড়িয়েছিলেন,সেখান থেকেও জিতেছিলেন।এরপর তিনি দেবের সঙ্গে টক্কর দেবেন।যদি ওই হিরনের পেছনে মূল চালিকা শক্তি রয়েছেই শুভেন্দু অধিকারী।আর এই নির্বাচনে তৃতীয়বারের জন্য লড়াই করতে এসেছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী।


Share

dnews.in