নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
খড়গপুরে এক চা চক্রে শনিবার এসেছিলেন বিজেপি সর্বভারতীয় নেতা তথা মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ। এই চা চক্র শেষ করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হোন।সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তার নিজস্ব স্বভাব সিদ্ধ ভাষায়।কটাক্ষ করেন মমতা নীতীশ ও ইন্ডিয়া জোটের।
এদিন সাংবাদিকরা দিলীপ ঘোষ কে কাছে পেয়ে প্রথমে জিজ্ঞাসা করেন সুজিত বোসের ফোন ইডির বাজেয়াপ্ত নিয়ে সে বিষয়ে দিলীপ ঘোষের বক্তব্য দমকল মন্ত্রীর ফোন তদন্ত হলে তা বাজেয়াপ্ত করতে পারে। তাছাড়া ওই মন্ত্রীর এক ও একাধিক ফোন রয়েছে।উনি প্রয়োজন হলে সেই সব ফোনেতে কাজ চলতে পারে। তিনি কটাক্ষ করে এও বলেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ফোন ইডি সার্চ করলে অনেক কিছু পাওয়া যাবে।এরপর লোকসভা ভোটের আগে ইডি সিবিআই তৎপরতা এবং তদন্তর অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন তৃণমূলই তো বলতো খেলা হবে,খেলা হবে।খেলা কেমন হবে সেটা বুঝুক এবার। এরপর বিষ্ণুপ্রসাদ কে বিমল গুরুং এর সমর্থন নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন উনারা এর আগেও লড়েছেন,কিছুর কিছু হয়নি।আমাদের ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট ঠিক করে আর ভোট দেয় সাধারণ মানুষ।
এরপর ইন্ডিয়া জোটে নীতীশ এবং মমতার গরহাজির নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন ইন্ডিয়া জোটে কাজের কাজ কিছুই হয় না।শুধু নেক্সট কবে বৈঠক হবে সেটা ঠিক হয়।ঠিক যেভাবে পিকনিক পার্টিরা শীতকালে পিকনিক করে,ঠিক এভাবে ওরা পিকনিক করতে আসে।তবে লোকসভা ভোটের পর সবার দোকান বন্ধ হয়ে যাবে বলেও তিনি দাবি করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিন চন্দ্র কে চিঠি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী আগেও অনেক কিছু মানেন নি যেমন তিনি জিএসটি মানেননি,জিএসটি হয়ে গেছে।নোট বন্দি মানেননি নোট বন্দি হয়ে গেছে,৩৭০ ধারা মানেন নি ৩৭০ ধারা হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি রাম মন্দির ও মানেননি,তবে রাম মন্দির হয়ে গেছে, ওনাকে ২০২৪ এ মানুষ মানে কিনা সেটা এখন দেখার।