Distribution of Clothes: পুজোর শুরুতে 700 ওয়ার্ড বাসীকে নতুন বস্ত্র তুলে দিলেন ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু!দিলেন ভালো থাকার বার্তা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পুজোয় সবাই একসাথে আনন্দ উপভোগের জন্য ওয়ার্ড বাসিকে নতুন বস্ত্র তুলে দিলেন ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু।ওয়ার্ডে পিছেয়ে পড়া দুস্থ মানুষদের এই নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই দিন বিশিষ্ট মানুষের উপস্থিতি মধ্য দিয়ে।এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন।এদিন প্রায় সাত শতাধিক মানুষের হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

কর্নেলগলায় নতুন বস্ত্র বিতরণ

তৃতীয়া,চতুর্থীর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরের পুজো উদ্বোধন।ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড়ে ছিল মন্ডপে মন্ডপে।তবে সকল মানুষ যাতে সমান সুবিধা ভোগ করে এবং নতুন জামা পরে মন্ডপে ঠাকুর দেখতে যেতে পারে তার জন্য উদ্যোগী হল মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু ওরফে সৌরভ।মূলত ঌ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় আসন্ন শারদীয়া উপলক্ষে এলাকায় সাত শতাধিক (৭০০) দুস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এই অনুষ্টানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু,ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলি মোহন মান্না,ওয়ার্ড কমিটির সদস্য নবেন্দু সেন,কাজরি বসু,শিবপ্রসাদ ভুঁইয়া, লক্ষীকান্ত মন্ডল,অমল দাস,সুতনু কুমার দাস,স্বপন দাস, সঞ্জয় সিট,সুরেশ ভূঁইয়া,রণবীর দাস,বিশ্বজিৎ মুখার্জি, তিমির সেন সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু (সৌরভ) বলেন,”প্রতিবছরের মতন আমাদের এই বছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হলো এই ওয়ার্ড বাসিদের মধ্যে। মূলত পৌরসভার সহযোগিতায় সেইসঙ্গে আমাদের ওয়ার্ড কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান সম্পূর্ণ হল।প্রতিটা মানুষই এই পুজোয় নতুন জামা কাপড় পরে অংশ গ্রহণ করুক এটাই আমরা চাই।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in