নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
নিজের বিবাহ বার্ষিকীতে চারা গাছ বিতরণ ও রোপণ করে দিনটি পালন করলেন গোপীবল্লভপুরের আশুই গ্রামের সনাতন দাস ও তার গৃহিনী।এদিন কচিকাঁচাদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়, এরই সঙ্গে তাদের আইসক্রিম খাওয়ান এই দম্পতি।প্রায় কয়েক হাজার আইসক্রিম কচিকাঁচাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মূলত এই সনাতন দাস হলেন গোপী বল্লভ পুরের ত্রিবেনী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সম্পাদক।যিনি আর্থিক সামর্থ্যহীন গরিব পরিবারের মেয়েদের ঘটা করে বিয়ে দিয়ে খুশি হন।
মূলত এবছর গ্রীষ্মের মরসুমে তাপমাত্রা আগের বছরগুলোর সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে।এই গরমের জন্য একপ্রকার নাজেহাল সাধারণ মানুষ।এই উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধির কারণ হল যথেচ্ছ গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা।তাই পরিবেশ রক্ষায় এবং গ্রীষ্মের তাপদাহ থেকে মানুষকে রেহাই দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের আশুই গ্রামের দাস দম্পতি।আশুই গ্রামের সনাতন দাস(৫২) ও তাঁর স্ত্রী কবিতা দাস(৪২)নিজেদের ২০ তম বিবাহবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ এর মহতি উদ্যোগ গ্রহণ করলেন।এই উদ্যোগের একমাত্র কারণ তীব্র তাপদাহ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।শনিবার দাস দম্পতির বিবাহ বার্ষিকীর এই মহতী উদ্যোগে অংশ নিলেন গোপীবল্লভ পুরের কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষও কচিকাঁচারা ।সনাতন দাস ও তাঁর স্ত্রী এদিন আশুই গ্রামে রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় মোট তিনশো এর মতো চারাগাছ রোপণ করার উদ্যোগ নেন।পাশাপাশি পথ চলতি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে বিভিন্ন ফলের গাছ বিতরণ করেন।
এই কর্মসূচিতে অংশগ্রহনকারী বাচ্চাদের হাতে তুলে দেন আইসক্রিম।উল্লেখ্য,এই সনাতন দাস হলেন গোপী বল্লভ পুরে গরিব পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা এক অর্গানাইজেশনের সম্পাদক।যার তৎপরতায় ২২৭৯ জোড়া বিয়ে সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যের মধ্যে।
এই কর্মসূচি সম্পর্কে সনাতন দাস বলেন,”দিনের পর দিন গাছ কেটে ফেলার জন্য বাড়ছে তাপমাত্রা।প্রচন্ড গরমে একপ্রকার নাজেহাল সাধারণ মানুষ।বাড়ি থেকে বেরোলেই গরমে প্রাণহানীর আশঙ্কা তাড়া করছে।তাই মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। Lগৃহিণী কবিতা দাস বলেন স্বামীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি।আজকের দিনে কে কজন এই ধরনের মহৎ উদ্যোগের কথা ভাবে।পাশে থেকে এই ভাবে সব রকম সাহায্য করে যাব।পাশাপাশি দাস দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কবি উৎপল তালদি এর মতো বিশিষ্ট ব্যক্তিরা।