District Congress: 141 সাংসদকে বহিষ্কারের ঘটনার প্রতিবাদ জেলা কংগ্রেসের! ধিক্কার মিছিলে জেলা নেতৃত্ব

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

লোকসভা ও রাজ্যসভা থেকে ১৪১ জন সাংসদ কে বহিষ্কার করেছে ভারতীয় জনতা পার্টি যা হিটলারী শাসন বলেই অভিযোগ কংগ্রেসের। আর এই হিটলারী শাসনের বিরুদ্ধে এবার পথে নামল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল করা হয়।মিছিল শেষে জেলা কালেক্টরেটের গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়,কুনাল ব্যানার্জি, শম্ভুনাথ চ্যাটার্জি,পার্থ ভট্টাচার্য,অসীম কাইতি,সামসাদ হোসেন সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব। এদিন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে দেশের কেন্দ্রীয় সরকারের হিটলারী শাসনের বিরুদ্ধে অভিযোগ করেন।কটাক্ষ করেন ভারতীয় জনতা পার্টির।

কংগ্রেসের প্রতিবাদ

এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি সমিত রায় বলেন এইভাবে সাংসদদেরকে সরিয়ে দিয়ে একছত্র, এক নায়কতন্ত্র কায়েম করতে চাইছে এই কেন্দ্রীয় সরকার,যা দেশের পক্ষে মঙ্গলজনক নয়। অন্যদিকে শম্ভুনাথ চ্যাটার্জী বলেন এভাবে হিটলারি শাসন কংগ্রেস কোনদিন মেনে নেয়নি,আর মানবে না।আমাদের আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে।


Share

dnews.in