District Magistrate Songs :”এ মেরে পেয়ারে বতন”গান গেয়ে বইমেলার মঞ্চ মাতালের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বৃহস্পতিবার ছিল মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠের বইমেলার শুভ সূচনা। এদিন প্রাকৃতিক দুর্যোগের জন্য কলেজ কলেজিয়েট মাঠের পরিবর্তে প্রদ্যুৎ স্মৃতি সদনে এই বইমেলার উদ্বোধন হয়।উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী।এইদিন পদ যাত্রা শেষ করার পরেই এখানে এসে বইমেলা উদ্বোধন হয় এবং সেই বইমেলার উদ্বোধনে বিভিন্ন অতিথিদের কাছে গান পরিবেশন করেন জেলার জেলা শাসক। “এ মেরে পেয়ারে বতন”দিয়ে তিনি গান শুরু করেন এবং তারই গানে মুগ্ধ হয়ে যান অতিথিবৃন্দসহ উপস্থিত শ্রোতারা।গান শেষে সকালে হাততালি দিয়ে অভিবাদন জানান মেদিনীপুরের জেলা শাসক কে।

খুরশিদ আলী কাদরী

মূলত স্থানীয় গ্রন্থাগার কৃত্যক,পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ,পশ্চিমবঙ্গ সরকার এর পৃষ্ঠপোষকতায় এই বই মেলা শুরু হয়েছে।এই মেলা চলবে ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট ময়দানে।এই ২২ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় স্টল দিয়েছে শতাধিক প্রকাশনী।


Share

dnews.in