জ্বরে ভুগছেন,মুখের রুচি নেই হাতের কাছে’ ড্রাগন ফল’! শরীরের ইমিউনিটি বাড়ায় এই ড্রাগন

Share

জস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বারে বারে ওয়েদার পরিবর্তন কখনো তীব্র দাবদাহ গরম তো, কখনো অঝোরে বৃষ্টি। ফলে এই আবহাওয়া পরিবর্তনে জ্বর জ্বালা লেগেই রয়েছে মানুষের মধ্যে।ছোট-বড় বয়স্ক তো বটেই,সুস্থ সবল মানুষও টানা কয়েকদিন জ্বরে ভুগে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় যেমন একদিকে কাড়ি কাড়ি ওষুধ খেতে হচ্ছে তেমনি খেতে হচ্ছে ফলমূল এবং প্রোটিন ভিটামিনযুক্ত খাবার।

কিন্তু মুখে অরুচি এবং পেটের গন্ডগোলের জন্য অনেকেই সেই খাবার খেতে পারছেন না,খেলেই হচ্ছে গ্যাস। তবে এই দুর্বল শরীর সবল করতে একটি ফলই যথেষ্ট সে হলো ড্রাগন ফল। শহরের বিভিন্ন ফল দোকানে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে ড্রাগন ফল। এই ড্রাগন ফল বাড়িতে এনে ছাড়িয়ে খেলেই বাড়ছে শরীরের ইমিউনিটি। একটি ফলই যথেষ্ট দুর্বল শরীরকে। এছাড়াও বাজারে ড্রাগন ফল নিয়ে বসছেন ব্যবসায়ীরা।এখন বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা,ডেবরা,গড়বেতা সহ বিভিন্ন জায়গায় চাষিরা চাষ করছেন এই লাল ফল। আরে কাঁটাযুক্ত লাল ফলের চাহিদা এখন বাড়ছে মানুষের মধ্যে।


Share

dnews.in