নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা রোড:
শুরু হয়েছে বাংলা আর বাঙালির ঐতিহ্যবাহী দুর্গাপুজো।আর সেই উৎসবে মেতে উঠেছে গোটা দেশের মানুষ।তবে সমাজে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কম নয়।সেই সব মানুষের মুখে হাসি ফোটাতে ও পুজোতে যাতে অংশ নিতে পারে তার জন্য তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।এইদিন চন্দ্রকোনা রোডে রীতিমত মঞ্চ বেঁধে পাঁচ শতাধিক মানুষের হাতে সেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।সেই সঙ্গে মিষ্টিমুখ ও পানীয় জলের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দ্রকোনা রোডে দুস্থ অসহায় ও বিকলাঙ্গ শ্রেণীর মানুষদের নতুন বস্ত্র,মিষ্টি ও পানীয় জল বিতরণ করা হয়।এদিন প্রায় ৫০০ জনকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠান ঘিরে এলাকার চেহারা ছিল উৎসবমুখর।প্রতিটা মানুষ সাধুবাদ জানান এই এসোসিয়েশনের সদস্যদের।এই অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ মন্ডল বলেন,”আমরা শুধু ট্রাকের ব্যবসাটাই করি তাই নয়,পরিবহন ব্যবসার সাথে সাথে আমরা সারা বছরই সামাজিক কাজে লিপ্ত থাকি।তাছাড়া আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে মা দুর্গার আবির্ভাবে যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ আনন্দে মেতে উঠছে এবং নতুন বস্ত্র পরিধান করে পূজোতে মেতে উঠবে সেখানে এই ধরনের পিছিয়ে পড়া মানুষেরা যাদের দুবেলা অন্ন জোটে না তাদের পাশে আমরা নতুন বস্ত্র ও মিষ্টি নিয়ে হাজির হয়েছি।আমাদের ব্যবসায়িক পরিস্থিতি বর্তমানে খুব খারাপ তা সত্ত্বেও আমরা এই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।
এছাড়াও এ দিন অনুষ্ঠান চত্বরে সাধারন মানুষদেরকে পথ নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্ল্যাকার্ড লাগিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।