Election24:ভোট ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠক জেলা শাসকের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোট ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠক সারলেন নির্বাচনী আধিকারিক তথা মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি।জেলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরী বৈঠক সারেন।নির্বাচন যাতে সুষ্ঠু হতে পারে সে বিষয়েও আলোচনা করেন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে। সেই বৈঠকে সরকারি আধিকারিকরা ছাড়া উপস্থিত হয়েছিলেন তৃণমূল, বিজেপি,কংগ্রেস,সিপিএম সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

১৭ তম লোকসভা নির্বাচনে হতে চলেছে গোটা দেশ জুড়ে আর সেই লোকসভার নির্বাচনে বিধি নিষেধ জারি হল গতকাল দুপুর তিনটের পর থেকে।নির্বাচন ঘোষণা হতেই রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্থ গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক খুরশিদ আলী কাদরী।এইদিন তিনি তৃণমূল,সিপিএম,কংগ্রেস,বিজেপি সহ জেলার বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিয়েও বৈঠক সারেন।এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক,অতিরিক্ত জেলাশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা।এই বৈঠকে আদর্শ নির্বাচন আচরণ বিধি,সুবিধা সেল এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।জেলা প্রশাসন সুষ্ঠ এবং শান্তি পূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও মেদিনীপুর লোকসভার সঙ্গে আরামবাগের একটা অংশ এবং ঝাড়গ্রামের একটি অংশের ভোট হতে চলেছে।যদিও ইতিমধ্যে পাঁচ কোম্পানি কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে।স্পর্শকাতর বুথ গুলোকেও চিহ্নিত করেছে প্রশাসন।

প্রসঙ্গত উল্লেখ্য,কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ২৫শে মে ২০২৪। নমিনেশন ডেট করা আছে ২৯ সে এপ্রিল থেকে।লাস্ট ডেট নমিনেশন ফাইলিং ৬ ই মে। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ ই জুন ২০২৪। নির্বাচন পুরোপুরি কমপ্লিট হতে ৬ই জুন অব্দি গড়িয়ে যাবে।যদিও আরামবাগ লোকসভার জন্য ভোটের দিন করা হয়েছে ২০ ই মে।এবারে জেলায় মোট ভোটার সংখ্যার মধ্যে মহিলা ভোটার রয়েছে প্রায় ১৯ লক্ষ ৭৩ হাজার ৫৯২ জন,অন্যদিকে পুরুষ ভোটার রয়েছে ২০ লক্ষ ৮হাজার ১৪১ জন।থার্ড জেন্ডার রয়েছে ৫৭ জন। সার্ভিস ভোটার রয়েছে ৪৮৯৫ জন।এই ভোটারদের মধ্যে ১৮ থেকে ১৯ বছরের বয়সের ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৬৫০ জন। প্রতিবন্ধী ভোটার ২১২৯১ জন। ৮৫ + এবং প্রায় ১০০ বয়সের ভোটারের রয়েছে ২৪ হাজার ৫৬৫ জন।

যদিও নির্বাচন কমিশন পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা রেখেছে।যেমন ভিভিপাট ৮৩০৬ টি, এবারে মহিলা PS এর সংখ্যা রাখা হয়েছে ১৯ টি।টোটাল সেক্টর করা আছে ৩৬২টি, সার্ভিলেন্স টিম করা হয়েছে ৬৩ টি। ফ্লাইং স্কোয়াড আছে ৬১টি,ভিডিও ভিউয়িং টিম করা আছে ১০৯ টি।ভিডিও সারভিলেন্স টিম ২৯৫ টি। যদিও প্রশাসন থেকে ক্রিটিক্যাল পি এস এর সংখ্যা ৪৫১ টি বলা হয়েছে।এই মুহূর্তে পাঁচ কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছে জেলায়।হেল্পলাইন করা হয়েছে ১৯৫০ নম্বর।


Share

dnews.in