নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
শোকজের জবাব দিয়ে হিরন আবার বললেন আমি আবার বলবো।প্রচারে বেরিয়ে কমিশনের সঙ্গে এবার সংঘাতে যেতে বসেছে বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরন চ্যাটার্জী।ঘাটাল মাস্টার প্ল্যানের অ্যাপ্রুভাল নিয়েই তিনি বলেন কবে তাদের শোকজ করবে নির্বাচন কমিশন!ফলে লোকসভা ভোটে এখন লড়াই জমে উঠেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে।
মূলত লোকসভা ভোটের দামামা বেজে যেতেই ভোটের প্রচার শুরু করেছেন শাসক সহ বিরোধীরা।তবে এই প্রচারে এবার নতুন মাত্রা পাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা।কারণ এই ঘাটাল লোকসভার লড়াই টলিউডের দুই অভিনেতার।যদিও দেবের সঙ্গে পাল্লা দিয়ে হিরন রীতিমতো প্রচার করছেন জোর কদমে এবং করছেন জনসংযোগ।আর তারই জনসংযোগে ভিড় জমাচ্ছেন মানুষজন।অন্যদিকে হিরন একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন এবং কটাক্ষ করছেন ঘাটালের প্রাক্তন সাংসদ দীপক অধিকারী কে।যদিও বর্তমানে বিডিওর বিরুদ্ধে ও তোপ দেগেছেন খোদ বিডিও অফিসে বসে। যদিও এ ঘটনায় হিরন চাটার্জীকে শোকজ করেছে নির্বাচন কমিশন এবং সেই শোকজ এর উত্তরও দিয়েছেন হিরন।আর এই শোকজ নিয়ে হিরন বলেন নির্বাচন কমিশনের শোকজ এর উত্তর দিয়েছি।তবে আরও একটা উত্তর দেব।
প্রসঙ্গত উল্লেখ্য,গত মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজের ভগ্নদশায় ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জী। ঘন্টা দুয়েক অবস্থান বিক্ষোভের পর তিনি জনসংযোগ কর্মসূচি করেই বিডিও অফিসে উপস্থিত হন এই ভগ্ন ব্রিজ নিয়ে। সেখানেও ঘন্টা দুয়েকের অবস্থানের মধ্যেই BDO র বিরুদ্ধে হিরন চাটার্জী কে বলতে শোনা যায়”তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন।গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না।আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন।ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব”।সেই বিডিও পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা খবর এবং সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পরই জল্পনা উসকে দেয় রাজনৈতিক মহলে।যদিও সেই ঘটনায় নড়েচড়ে বসে নির্বাচন কমিশন এবং তারা রাতারাতি হিরনকে শোকজের চিঠি পাঠায় এই ঘটনা ঘটানোর কারণ হিসেবে।
মূলত শুক্রবার প্রচারে এলে সেই ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয় বিজেপি প্রার্থী কে।তারই প্রেক্ষিতে হিরন চট্টোপাধ্যায় বলেন,‘নির্বাচন কমিশনকে আমি উত্তর দেব।গতকাল একটা উত্তর পাঠিয়েছি,আজকে আরেকটা উত্তর দেব।এরপর নির্বাচন কমিশন কে নিয়ে হিরণ বলেন,”আমি সম্মানের সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে,আমি যেটা বলেছিলাম মমতার দলদাস পুলিশকে বলেছিলাম।মমতার দলদাস বিডিওকে বলেছি” মমতার দলদাস SDO কে বলেছি,আবার বলব।মমতার দলদাস গিরি যাঁরা করবেন,তাদের বিরুদ্ধে আবার বলব।তাদের বিরুদ্ধে মানুষের জন প্রতিরোধ গড়ে তুলতে হবে।এরপর ঘাটাল মাস্টার প্ল্যান করার ঘোষণা নিয়ে হিরন বলেন,”রাজ্য সরকারকে কবে শো-কজ় করবে নির্বাচন কমিশন! তিনি এও বলেন ঘাটালে প্রাক্তন সাংসদ বা রাজ্য সরকার এই দশ বছর ধরে ঘুমোচ্ছিলেন নাকি? এতদিন করেন নি কেন। এখন রাজ্য সরকারের ঘাটাল মাস্টার প্ল্যান নির্বাচন কমিশন এপ্রুভাল দেয় কি করে! এই প্রশ্ন আমি আপনাদের সাংবাদিকদের কাছেও রাখতে চাইছি