নিজস্ব প্রতিনিধি,শালবনী:
ভোটের সময় ফের হাতির হানা এবং হাতির হানাতে মৃত্যু হল এক বয়স্ক মহিলার।যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শালবনী থানার মেটালা গ্রামে। সূত্র অনুযায়ী জানা যায় পাতা তুলতে গিয়েই দাঁতালের মুখোমুখি হয়েই এই দুর্ঘটনা ঘটে।যদি ওই ঘটনার পরে নড়ে চড়ে বসে বনদপ্তর তদন্ত শুরু হয়েছে এক প্রস্থ।
ফের হাতির হানা জঙ্গল মহলে এবং এই হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর।এরকম ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা শালবনী থানার মেটালার জঙ্গলে।ঘটনাক্রমে জানা যায় শালবনির বাসিন্দা বছর ৬০ এর উর্মিলা মাহাতো।এদিন বেলা করে ঘন জঙ্গলে গিয়েছিলেন পাতা তুলতে।কিন্তু এই জঙ্গলে একটি দাঁতালের মুখোমুখি তিনি পড়ে যান।তিনি কিছু বুঝে ওঠার আগেই দাঁতালটি তুলে আছড়ে দেয়।এরপর তিনি এই অবস্থায় পড়ে থাকেন জঙ্গলে।যদিও পরবর্তীকালে খবর পেয়ে কেউ যাওয়ার সাহস পাননি।পরে বনদপ্তরের খবর দেওয়া হয় স্থানীয়রা জড়ো হন তাকে উদ্ধার করা হয়।এই ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।যদিও ঘটনার পরে বনদপ্তরের কর্মীরা খতিয়ে দিচ্ছে এর কারণ।তারা জঙ্গলে বাড়াচ্ছে নিরাপত্তার কর্মীদের সংখ্যা।
প্রসঙ্গত উল্লেখ্য,হাতির হানা নতুন নয় এই জঙ্গল মহলে এর আগেও এক ও একাধিকবার হাতির হানায় আক্রান্ত হয়েছে গ্রামবাসীরা।আক্রান্ত হয়ে মারা গিয়েছে ঘটনাস্থলে। সম্প্রতি কিছুদিন আগে শালবনীর পিড়াকাটার কাছে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক গ্রামবাসীর।তিনি সন্ধের সময় চাষের ক্ষেত্র দেখতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন হাতির মুখোমুখি হয়ে।যদিও হাতির আক্রমণ এবং হাতির গতিবিধি সম্পর্কে সব সময় সতর্ক সচেতন করছে বনদপ্তর।তারা বিভিন্ন সময় তারা গ্রুপের মাধ্যমে মেসেজ দিয়ে সেই সঙ্গে জঙ্গলের মধ্যে যাতে কেউ না যায় সে বিষয়ে বিধিবদ্ধ সতর্কীকরণও লিখে রেখেছে। কিন্তু মাঝে মাঝে গ্রামবাসীরা সেগুলো ভুলে যায় এবং গভীর জঙ্গলে ঢুকে যায় ফলে সমস্যা বাঁধে।