Elephant Attack:হাতির হানায় ফের মৃত্যু জঙ্গলমহলে!10 দিনে মৃত্যুর হল 4 জনের

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ফের হাতির হানায় মৃত্যু হল জঙ্গলমহলে।গত ১০ দিনে হাতির হানায় ঝাড়গ্রামে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।এই হাতির হানায় মৃত যুবকের নাম স্বপন মাহাতো (২৬)।বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত তুঙ্গাধুয়া গ্রামে।মৃত যুবকের পরিবার বলেন,”স্বপন গাড়ির চালকের করে শনিবার রাত্রে গাড়ি রেখে হেঁটে হেঁটে যখন বাড়ি ফিরছিল সেই সময় হঠাৎ করে একটি দলছুট হাতি তাকে ধরে ফেলে এবং শুঁড়ে তুলে আছাড় মারে।

ফের হাতির আক্রমণ

সূত্রে জানা গিয়েছে,শনিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় খড়গপুর বন বিভাগের অন্তর্গত তুঙ্গাধুয়া মোড়ে একটি দলছুট হাতির সামনে পড়ে যায় ওই যুবক।সেই সময় শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। এরপর আহত যুবক কে উদ্ধার করে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানা গিয়েছে,খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিট এলাকায় একটি দল হাতি রয়েছে সেই দল হাতি থেকেই দলছুট হয়ে একটি হাতি তুঙ্গাধুঁয়া এলাকায় ঢুকে পড়ে এবং সেই হাতির হানায় মৃত্যু হয় স্বপনের।খড়গপুরের ডিএফও মনিশ যাদব বলেন, একটি দলছুট হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে।সরকারি নিয়ম মেনে পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”।তিনি আরো বলেন,”দল থেকে হাতিটির উপর নজর রাখা হচ্ছে।হাতির দলটিকে অন্যত্র পাঠানেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।এই বিষয়ে মৃত যুবকের কাকু জয়ন্ত মাহাতো বলেন,”স্বপন গাড়ির চালকের কাজ করতেন।শনিবার রাত্রে গাড়ি রেখে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল।সেই সময় হঠাৎ করে একটি দলছুট হাতি তাকে ধরে ফেলে এবং শুঁড়ে তুলে আছাড় মারে।হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে”।

প্রসঙ্গত,স্বাধীনতা দিবসের দিন বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়ে।হাতির দলের হানায় ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা অনুপ মল্লিক (৫৪) মৃত্যু হয়।তারপর শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পশরো গ্রামে হাতির হানায় চাঁদ খিলাড়ির (৬১) মৃত্যু হয়।তারপর গত মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার আঁধারীসল গ্রামে হাতির হানায় মৃত্যু হয় খগেন পাতর(৪৬) নামের এক ব্যক্তির। ১৫ আগস্ট থেকে শুরু করে ২৪ শে আগস্ট মধ্যরাতের মধ্যে হাতির হানায় মৃত্যু হল ৪ জনের।অপরদিকে স্বাধীনতা দিবসের দিন শহরে ঢুকে পড়া হাতি গুলিকে জঙ্গলে পাঠানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির।স্ত্রী হাতির মৃত্যুতে রাজ্য জুড়েই শুরু হয়েছে প্রতিবাদ।এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করেছে বনদপ্তর।পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in