নিজস্ব প্রতিনিধি,কলাবনী:
জঙ্গল থেকে রাস্তায় হঠাৎ ই রাস্তায় উঠে এলো এক দাঁতাল আর তাতেই আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের কলাবনী জিতুশোল এলাকায়।ঘটনা ক্রমে জানা যায় এইদিন সকালে জঙ্গল থেকে এক দাঁতাল দৌড়ে চলে আসে।এই সময় রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা বাস যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।দাঁতালটি সজোরে এসে বাসের সামনে ধাক্কা মেরে জঙ্গলে ঢুকে যায়।যদিও এই জঙ্গলের দাঁতালটিকে ছুটে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাসের যাত্রীসহ ড্রাইভার ও কন্ট্রাক্টররা।যদিও এই ঘটনায় তেমন ক্ষতি হয়নি বাসের তবে হাতিটি এর পরেই গভীর জঙ্গলে ঢুকে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল জুড়ে প্রায় ৪০ থেকে ৫০ টা হাতি ঘোরাফেরা করছে।বিভিন্ন বন বিভাগের অধীনে এই হাতিগুলি রয়েছে।তবে খাবারের খোঁজে মাঝেমাঝে লোকালয়ে হাজির হয় তারা। তবে সম্প্রতি হাতির হামলায় মৃত্যু ঘটেছে কয়েকজন গ্রামবাসীর সে নিয়েও সতর্ক রয়েছে বনবিভাগ।