Expo 2024:ফটোগ্রাফি ফোরামের দ্বিতীয় এক্সপো অক্টোবরে!আনুষ্ঠানিক উদ্বোধন হলো পোস্টারের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ডিজিটাল মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির ফটো এবং ভিডিওগ্রাফি শেখানোর এবং বোঝানোর এক্সপো দ্বিতীয় বছরে পদার্পণ হতে চলেছে এই বছর। উদ্যোক্তা ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুর।অক্টোবর মাসে তিন দিন ধরে এই এক্সপো অনুষ্ঠিত হবে।এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পোস্টারের উদ্বোধন হয়।এরই সঙ্গে ফুজি ফিল্মের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এই লজে।

পোস্টার রিলিজ

দেখতে দেখতে ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুর ৭ বছরে পদার্পণ করতে চলেছে।আগে বিভিন্ন কোম্পানি মারফত ফটোগ্রাফি এক্সপো অনুষ্ঠিত হতো ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে অংশ নিত জেলা সহ ভিন্ন রাজ্যের ফটোগ্রাফাররা।এবার ফটোগ্রাফি ফোরামের তরফ থেকে দ্বিতীয় বছর বেঙ্গল ফটো এন্ড ভিডিও এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।মূলত ২৪,২৫ ও ২৬ সে অক্টোবর এই তিন দিন ধরে এই এক্সপো অনুষ্ঠিত হবে।যেখানে নতুন নতুন ক্যামেরা এবং তার equipment লঞ্চ হলে সেগুলো হাতে ধরে শেখা,জানা তার যথোপযুক্ত ব্যবহার শেখা।এরই সঙ্গে নতুনত্ব ফটোগ্রাফি,ভিডিওগ্রাফির ট্রেনিং তার কলা কৌশল শেখারই মাধ্যম ই হল এই এক্স পো।কারণ বিভিন্ন কোম্পানি তার নতুন নতুন ভিডিও স্টিল ক্যামেরা,লেন্স লঞ্চ করার সময় তার ফিচার সম্পর্কে জানান দিতেই ধরনের এক্সপো করে থাকে যা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কাজে বিশেষ ভাবে ব্যবহৃত হয়।এরই সঙ্গে ডিজিটাল মাধ্যমে উত্তরোত্তর ফটোগ্রাফির ইকুপমেন্ট উন্নতিকরণ ঘটে চলেছে।যেগুলোর ব্যবহার করার ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কৌশল দক্ষতা প্রয়োজন।

সেগুলোও এই এক্সপোতে দেখানো হবে।এইদিন মেদিনীপুরের একটি লজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই এক্সপোর পোস্টার উদ্বোধন হয়।এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ফটোগ্রাফি ফোরামের সভাপতি সত্য রঞ্জন সাউ,কনভেনার তন্ময় চক্রবর্তী,সেক্রেটারি প্রভাত নাগ,শহর কনভেনার সুজয় মাইতি সহ প্রায় কয়েক শতাধিক ফটোগ্রাফার।অন্যদিকে এরই পাশাপাশি ফুজি ফিল্মের ক্যামেরার নতুনত্ব নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠানও হয়।এদিন ফুজি ফিল্মের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন সেলস হেড রাজন সিং,টেকনিক্যাল হেড ইরেজার এবং মেন্টর অর্ঘ্য চ্যাটার্জি।

এদিন ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুরের সভাপতি সত্যরঞ্জন সাউ বলেন,”আগে প্রতিবছর কোম্পানিগুলো তার এক্সপো অনুষ্ঠিত করত।যেখানে তাদের ক্যামেরা লেন্স এবং তার ইকুপমেন্ট গুলি তুলে ধরত আমাদের কাছে।কিন্তু এখন আমরা নিজেরাই সেই এক্সপো অনুষ্ঠিত করে চলছি।এ বছর আমাদের দ্বিতীয় বছর পদার্পণ হতে চলেছে। তারই পোস্টার উদ্বোধন হলো।এরই সঙ্গে বর্তমান বিয়ে বাড়ি,জন্মদিন সহ যাবতীয় অনুষ্ঠান বাড়িতে নতুন নতুন ফটো তোলার কৌশল দেখানো শেখানোর জন্যই এই ধরনের এক্সপো অনুষ্ঠিত হতে চলছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in