Fashion Event:নির্ভীক কালচারের প্যাজেন্ট শো!35 বছর পূর্তি উপলক্ষ্যে ভিন্ন রাজ্যের সাজ পোশাক তুলে ধরবে প্রতিযোগীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সামাজিক কাজের পাশাপাশি এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে নির্ভীক কালচারাল ফোরাম। মূলত ৩৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে বিউটি প্যাজেন্ট শো। জেলা সহ ভিন্ন রাজ্যের প্রায় কয়েকশো প্রতিযোগী অংশ নেবে এই প্রতিযোগিতায়। এইদিন সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য তুলে ধরেন ফোরামের সদস্য ও সদস্যাবৃন্দ।

গুটি গুটি পায়ে নির্ভীক কালচারাল ফোরাম ৩৫ বছরে পদার্পণ করল। এই ৩৫ বছর পূর্তি উপলক্ষে এবারে তারা জেলা,ভিন্ন জেলাও রাজ্য থেকে প্রতিযোগীদের নিয়ে আয়োজন করতে চলেছে একটি বিউটি প্যাজেন্ট শো। এই শো অনুষ্ঠিত হবে আগামী ৩১শে মার্চ। ইতি মধ্যেই ফ্রম দেওয়া এবং জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। একদম ক্ষুদে থেকে ইয়ং তরুণ তরুণীর সহ দম্পতিরা এই শো তে অংশ নিতে পারবে। এই নিয়েই দিন একটি সাংবাদিক বৈঠক করলো এই ফোরামের সদস্যরা।এইদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠানের যাবতীয় তথ্য তুলে ধরেন।ফেডারেশন হলে এই সাংবাদিক বৈঠকে ছিলেন এই ফোরামের কোর বডির সহ সভাপতি অর্পিতা রায়,অরিজিৎ সিনহা,মৌ রায় এছাড়াও ছিলেন দীপান্বিতা ব্যানার্জি মৌ সাউ, আয়ুসী কর,সুমিতা ভট্টাচার্য,অপূর্ব সাহা প্রমূখ। মূলত এই শো তে আদিবাসী অনগ্রসর অধ্যুষিত এই মেদিনীপুরের প্রতিযোগীরা ভিন রাজ্যের ড্রেস পোশাক পরে তাদের পোশাকের বৈশিষ্ট্য আভিজাত্য তুলে ধরবেন।এই শো উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা।

এই বিষয়ে ফোরামের সদস্যরা বলেন মূলত ভিন্ন রাজ্যে যে ট্রাডিশন বিশেষ করে পোশাকের তা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই শো। এর সঙ্গে করা হবে গ্রুমিং এবং যাতে আগামী দিনে তারা ভিন্ন জায়গায় সুযোগ পেতে পারে তারও ব্যবস্থা করে দেওয়া হবে।


Share

dnews.in