Fighter Jet Destroy: মহড়ার জঙ্গলমহলে ভেঙে পড়লো যুদ্ধ বিমান!প্যারাসুটে নেমে প্রাণে বাঁচলো পাইলট

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:

বায়ুসেনার মহড়া চলাকালীন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে!ক্ষত বিক্ষত যুদ্ধ বিমান পড়েছে কলাইকুণ্ডার পাশে দিয়াসা এলাকায়।প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচে এয়ার ফোর্সের পাইলট।ঘটনাটি,মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টা ৩৫ মিনিট নাগাদ।এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ারবেসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছায়।তারা সরেজমিনে খতিয়ে দেখছে পরিস্থিতি।

প্রসঙ্গত গতকালই এই প্রশিক্ষণ চলার সময়ে একটি বোমা পড়ে যায় সাঁকরাইল এর একটি গ্রামে।আর সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে এলাকার চাষি বাসি মানুষজন এবং ইলেকট্রিক ট্রান্সফর্মার।রাতারাতি জমি বদলে যায় পুকুরে।সেই ঘটনার তদন্ত এখনো করছে বায়ু সেনা। তারই মধ্যে দ্বিতীয় ঘটনা ঘটলো মঙ্গলবার।উল্লেখ্য এই কলাইকুন্ডা বায়ুসেনার এই মহড়ার জন্য দফায় দফায় কেঁপে উঠে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের বাড়ি ঘর।অনেকে ভূমিকম্প ভেবে আতঙ্কিত হন।কখনো কখনো মহড়ার দরুন বিকট ভয়ংকর আওয়াজের সৃষ্টি হয় তাতে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসে-এইরকম ঘটনা দেখা গেছে বিগত দিনে।এর আগেও বায়ু সেনার বিমান ভেঙে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়।কখনো চন্দ্রকোনা রোডে ভেঙ্গে পড়েছে বায়ু সেনার যুদ্ধ বিমান।


Share

dnews.in