নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
খোদ মেদিনীপুর পুর এলাকায় প্রকাশ্যেই জলাশয় বন্ধ করে বাড়ি তৈরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়েই কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ মেদিনীপুর পুরসভার। যা নিয়ে চাঞ্চল্য শহরজুড়ে। যদিও ওই ব্যক্তির অভিযোগ এই ডোবা আগে থেকেই বন্ধ হয়েছিল।
ঘটনাটি মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১নং ওয়ার্ডের হবিবপুর তোড়াপাড়া পার্শ্বনাথ চক এলাকার।অভিযোগ,পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার কার্তিক সাঁতরা তার স্ত্রীর নামে হবিবপুর এলাকায় ১৭ ডেসিমিল জায়গা কেনেন। যার মধ্যে প্রায় ১৩ ডেসিমিল জায়গা জুড়ে রয়েছে পুকুর।কিন্তু ওই ব্যক্তি জলাশয়টি ভরাট করে পিলার দিয়ে ইতিমধ্যেই পাকা বাড়ি নির্মাণ শুরু করেছে।এবিষয়ে এলাকাবাসীদের তরফে বিষয়টি জেলাশাসক, মহকুমাশাসক,ভুমি দপ্তর এবং মৎস্য দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে তিনি কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছেন।
অভিযোগকারী বলেন যেখানে জলাশয় পুকুর কোনোভাবে বুজিয়ে বাড়ি করা যাবে না,সেখানে এই প্রোমোটার অবৈধভাবে এসব কাজ করে চলছে কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে।অন্যদিকে জায়গার মালিক কার্তিক সাঁতরা নিজেই স্বীকার করেছেন যে তাঁর জায়গার ১৩ ডেসিমিল ডোবা বা জলাশয় রয়েছে এবং তা মাটি ফেলে ভরাট করা হয়েছে।তিনি উল্টো সুরে বলেছেন,জমিটি কেনার সময় তা ভরাট ছিল।
যদিও এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান জানান,তদন্ত করে দেখা হবে।যদি ওই ব্যক্তি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুকুর খননের ব্যবস্থা করা হবে।