নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
অবশেষে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এবং নির্ধারিত সময়ে বিপ্লবী জেলা মেদিনীপুর থেকে বিপ্লবীদের মাটি গেল দিল্লির উদ্দেশ্যে। এই দিন সিআইএসএফ ইউনিটের পক্ষ থেকে সেই মাটি তুলে দেওয়া হলো নেহেরু যুবক কেন্দ্রের কর্মকর্তাদের হাতে। প্রায় ১১৯ টি গ্রামের মাটি দেওয়া হল এই জেলা থেকে। এই মাটি সংগ্রহ করা হয়েছে মূলত ১৬টি ব্লক এবং পাঁচটি পৌরসভা এলাকা থেকে।এই জেলার দায়িত্বে ছিলেন শালবনীর নোট মুদ্রণ কেন্দ্র BRBNMPL এর CISF ইউনিট।
ইউনিটের কমান্ড্যান্ট চঞ্চল সরকার বলেন আমরা আদেশ মতো জেলা থেকে মাটি সংগ্রহ শুরু করেছি। শুধু বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা আছে তা নয়।সম্প্রতি নিহত ভারতীয় জওয়ানদের বাড়ি থেকেও সেই মাটি সংগ্রহ করেছি দফায় দফায়।আজকে সেই একুশ ঘড়া মাটি আমরা তুলে দিলাম নির্দিষ্ট কর্মকর্তাদের হাতে।যা অমৃত বাটিকার জন্য ট্রেনে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে।