নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সংস্থার চতুর্দশ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে “গুণীজন ও কৃতি সংবর্ধনা”এবং সেই সঙ্গে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হলো এইদিন।
মূলত এইদিন কর্মসূচির শুরুতে সংস্থার পতাকা উত্তোলন করেন ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা।শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারিনী উপাসনা জানা।তারপর চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক ডঃ গৌর গোপাল মাইতি ও সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার।স্বাগত বক্তব্য রাখেন ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া।এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার উপস্থিত ছাত্র -ছাত্রীদরদের উৎসাহ বর্ধনকারী বক্তব্য রাখেন।এরপর গুণীজন ও কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।ইউনিট থেকে যে তিনজনকে”মেদিনীপুরের গর্ব” সম্মানে ভূষিত করা হয় তাঁরা হলেন পরিবেশ আন্দোলনের কর্মী সাবিত্রী জানা সন্নিগ্ৰহি,ফুটবল খেলোয়াড় মৌসুমি মুর্মূ,ক্যারাটের আন্তর্জাতিক ক্ষুদে চ্যাম্পিয়ন সাত বছরের সোমরাজ পাণ্ডেকে।কার্যকরী সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভাপতির সমাপ্তি ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা,ঘাটাল-দাসপুর আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি আশীষ কুমার মন্ডল, ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য-সদস্যা সহ প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।