Free Ration : আরোও পাঁচ বছর বিনামূল্যে রেশনের ঘোষণা প্রধান মন্ত্রীর!আর সেই ঘোষণায় খুশি রেশন গ্রাহকরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

“আপনার রেশন আরোও পাঁচ বছর বিনামূল্যে পাবেন,দিতে হবে না এক টাকাও” এরকমই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।আর সেই কেন্দ্র সরকারের ঘোষণাকে ফেসবুকে পোস্ট করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।যা ঘিরে রেশন গ্রাহকদের মধ্যে সন্তুষ্টির ছাপ।

প্রসঙ্গত মহামারী করোনা চলাকালীন রেশন যাতে মানুষ ফ্রী তে পেতে পারে তার জন্য ঘোষণা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই সময় ছ মাস,ছ মাস করে এক বছর এবং এক বছর এক বছর করে দীর্ঘ তিন বছর বিনামূল্যে রেশন দিয়ে গেছে কেন্দ্রীয় সরকার থেকে। এবার এক বড় ঘোষণা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখ থেকে।এবারে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন রেশন গ্রাহকরা,এরকমই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আর যা ঘিরে রেশন গ্রাহকদের মধ্যে সন্তুষ্টির ছাপ।মূলত গোটা দেশজুড়ে বহু দুঃস্থ মানুষ রয়েছে যারা দিন আনে, দিন খায়।আর তাদের এই রেশন জীবন জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা দেয়।কিন্তু মহামারীর সময় সেই রেশনের দাম তুলে দিয়ে বিনামূল্যে প্রদান করেছিল কেন্দ্র সরকার। যার নির্দেশ পাঠিয়েছিল দেশের সমস্ত রাজ্যে। সেই নির্দেশনামা নির্দিষ্ট তারিখ অবধি নির্ধারিত ছিল।সেই নির্ধারিত তারিখ শেষ হওয়ার আগেই আবার বিনামূল্যে রেশনের ঘোষণা এবং সেই রেশন দেওয়া হবে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে।


Share

dnews.in