Friendship Day:বন্ধুত্ব দিবসে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে মেদিনীপুরে রাখীবন্ধন,মানববন্ধন উৎসব

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

রবিবার সকালে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে সৌভাতৃত্বের বার্তা দিয়ে পা “টীম দোস্তানা’-এর উদ্যোগে রাখী বন্ধন ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বন্ধুত্ব দিবস।’দোস্তানা’ বা বন্ধুত্ব মানে কেবল নিছক বন্ধুত্ব না, এ ব্যাপ্তি ছড়িয়ে রয়েছে অনেক গভীরে,এই বার্তাকে সামনে রেখে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো “টিম দোস্তানার” উদ্যোগে।

এদিন সকালে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে দোস্তানার উদ্যোগে আয়োজিত রাখীবন্ধন, মানববন্ধন এবং পরিবেশ সচেতনতার বার্তাবাহী কর্মসূচিতে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।বন্ধুত্ব দিবসে এরকম ভাবনার মূল উদ্দেশ্য হলো,সমাজে মানুষ মানুষের পাশে থাকবে, বন্ধুত্বে ও সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়তর হবে,এই বার্তা দেওয়া। উপস্থিত সকলের হাতে এবং পথ চলতি জনগনের হাতে রাখী পরিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান টীম দোস্তানার আহ্বায়ক শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত ও অন্যান্যরা।বক্তব্য,আবৃত্তি,সঙ্গীতের মাধ্যমে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেন উপস্থিত বিশিষ্ট জনেরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমাজসেবী সুজয় হাজরা,লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান,বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল,মালবিকা পাল সাহিত্যিক বিদ্যুৎ পাল,ক্রীড়া ব্যাক্তিত্ব সুধাময় সরকার,বিশিষ্ট রেফারী ইন্দ্রজিৎ পাণিগ্রাহী,চার শিক্ষারত্ন গৌতম বোস,আল্পনা দেবনাথ,ড.অমিতেশ চৌধুরী,সুব্রত মহাপাত্র,সমাজকর্মী গোপাল সাহা,শ্যামল দাস, অমিত কুমার সাহু,প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া।

সঙ্গীতশিল্পী আলোক বরণ মাইতি,অনামিকা তেওয়ারি,মাতুয়ার মল্লিক,প্রাক্তন ফুটবলার সুশান্ত ঘোষ, চিত্রশিল্পী নরসিংহ দাস,বাচিক শিল্পী রত্না দে,পাঞ্চালি চক্রবর্তী,অনিন্দিতা শাসমল,নরোত্তম দে,তন্দ্রিমা ঘোষ, চন্দ্রিমা ঘোষ,নৃত্যশিল্পী সোমা চট্টরাজ,শাশ্বতী শাসমল, শতাব্দী গোস্বামী চক্রবর্তী,ঈশিতা চট্টোপাধ্যায়,শিক্ষক অরিন্দম দাস,শান্তনু ঘোষ,সৌনক সাউ,আসেকুল রহমান,গোলাম নবী,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,জয়ন্ত মুখার্জি,সমাজকর্মী রীতা বেরা,প্রতিমা রানা, দীপান্বিতা খান,কবি বিদ্যুৎ ভট্টাচার্য,রাকেশ দাস, সমাজকর্মী পারমিতা সাউ,পিন্টু সাউ ,ইন্দ্রদীপ সিনহা,সুনীতা রায়, বাসুদেব চক্রবর্তী,আলোকচিত্রী প্রসূন দে,গৌতম দেব,সমাজকর্মী সেখ গোলাম নবি,হাপিজুল রহমান,গৌতম আশীষ দাস,অর্ণব দাস,তাপস গুইন, জগন্নাথ পাত্র,সৌমেন্দু দে,সাংবাদিক বুদ্ধদেব দাস, নিতাই রক্ষিত,দেবনাথ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, সহযোগিতা করেন সুদীপ কুমার খাঁড়া।

টীম দোস্তানার পক্ষে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় সামন্ত,নরসিংহ দাস,বিপ্লব আর্য্য,সুদীপ কুমার খাঁড়া,আসেকুল রহমান সহ অন্যান্যরা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in