নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে অনুষ্ঠিত হল জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চম বার্ষিক সাধারণ সভা।এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ এবং বেঙ্গল চেম্বার্স ও কমার্স পশ্চিম মেদিনীপুরের সভাপতি চন্দন কুমার বসু।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুরজিত সেনগুপ্ত এবং সাধারণ সম্পাদক প্রিয়রত বেরা,রীতা চক্রবর্তী এবং কুমারশঙ্কর রায়।ঝাড়গ্রাম জেলার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আশিস কুমার দত্ত,পিনাকী প্রসাদ রায়, সুস্মিতা ঘোষ মন্ডল।সভায় জঙ্গল মহল উদ্যোগের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন সভাপতি ড. মধুপ দে।তিনি বলেন জঙ্গল মহল উদ্যোগ মেদিনীপুর সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আবাসিকরা যাতে মুক্তির পরে সমাজের মূল যোতে ফিরে আসতে পারেন তার জন্য আবাসিকদের নার্সারী বিদ্যার কোর্সে প্রশিক্ষণের কাজ করছেন জঙ্গল মহল উদ্যোগের কোয়ালিফায়েড প্রতিনিধি মেদিনীপুর কলেজের অধ্যাপক ড. দুলাল কুমার দে, পুষ্পাঞ্জলি নার্সারির কর্ণধার শান্তনু মাইতি এবং কার্তিক কাণ্ডার সহ আরও কয়েকজন।এই সভায় এই মানবিক কাজে অংশগ্রহণের জন্য তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এরপরে জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত চার সদস্য সুব্রত মহাপাত্র,ড. বিবেকানন্দ চক্রবর্তী,স্বপন পৈড়া এবং ড.অমিতেশ চৌধুরীকে মানপত্র সহ সংবর্ধনা প্রদান করা হয়।এই সভায় সম্পাদকীয় প্রতিবেদন সম্পাদক সুব্রত মহাপাত্র,
আয় ব্যয়ের হিসেব পেশ করেন নরসিংহ দাস।জঙ্গলমহল উদ্যোগের সমূহ কাজের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ এবং উদ্যোগপতি চন্দন বসু। সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা জঙ্গলমহলের ভবিষ্যত জনমুখী কর্মসূচি বিশদে আলোচনা করেন।উপস্থিত প্রায় সব সদস্যই আলোচনায় অংশ গ্রহণ করেন।
শেষে আগামী দুবছরের জন্য ড. মধুপ দে কে সভাপতি এবং সুব্রত মহাপাত্র কে সম্পাদক করে একটি ২২ জনের কমিটি গঠিত হয়।সত্যরঞ্জন ঘোষ এবং চন্দন বসু সহ পাঁচ সদস্যের একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে। মধুপ বাবু বলেন আগামী দিনে জঙ্গলমহলের শিক্ষা,সংস্কৃতি এবং সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে।