Kids School:মেদিনীপুরে পথ চলা শুরু George Kids School এর!কেক কাটার মধ্য দিয়ে ঘটা করে উদ্বোধন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

কর্মসংস্থান এবং শিক্ষিতদের চাকরির দিশা দেখানোর জন্য বিশ্বমানে পরিচিত জর্জ টেলিগ্রাফ।শহর জেলার কচিকাঁচাদের শিক্ষিত করে তুলতে মাইকো লেনে কিডস স্কুল উদ্বোধন।অষ্টম ব্রাঞ্চ কিডস স্কুলের সূচনা মেদিনীপুরে। ফিতা কেটে উদ্বোধন স্কুলের।

kids’s school

শতাব্দী প্রাচীন George Telegraph Group এর অন্যতম বিভাগ George Kids School এর উদ্বোধন মেদিনীপুরে। শিক্ষার ক্ষেত্রে কচিকাঁচাদের নতুন পথ ও দিগন্ত দেখাবো বলে আশাবাদী অধিকর্তারা।মূলত George Kids School এর পথ চলা শুরু হয় 2023 সালের নভেম্বর মাসে।দেখতে দেখতে এই বিগত এক বছরে এই রাজ্যে সাত টি স্কুল খুলেছে বিভিন্ন প্রান্তে।এই দিন অষ্টম ব্রাঞ্চ এর উদ্বোধন হল মেদিনীপুর শহরের মাইকো লেন এ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আই হসপিটাল এর Chairman মদন মোহন মাইতি,স্বনামধন্য ডাক্তার শ্রী শ্রীকান্ত সিনহা।এছাড়াও উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফ গ্রুপ এর CEO সঞ্জীব কুমার দাস, জর্জ কিডস স্কুল বিভাগ এর প্রধান স্মরণ্যা মুখার্জি।এক কথায় বলা চলে মেদিনীপুর শহর ও জেলা জুড়ে এক নতুন স্কুলের পথ চলা শুরু।

এই বিষয়ে জর্জ টেলিগ্রাফ গ্রুপ এর CEO সঞ্জীব কুমার দাস বলেন,”গোটা দেশে পরিচিত জর্জ টেলিগ্রাফ। শিক্ষিতদের চাকরিতে নিয়োগ নয়,সেই সঙ্গে শিক্ষিত করতেও বিশেষ ভূমিকা নিয়েছে।তারই উদ্যোগে স্কুল চালু হয়েছে গোটা রাজ্য জুড়ে,এটা অষ্টম ব্রাঞ্চ।আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা কচিকাঁচাদের অতি স্বযত্নে শিক্ষিত করে গড়ে তোলা হবে।মেদিনীপুর জেলায় অন্য দিশা দেখাবে এই জর্জ টেলিগ্রাফ কিডস স্কুল।

এই স্কুল চালু হওয়াতে খুশি মেদিনীপুর বাসি।তাদের আশা আগামী দিনে এক নতুন ভবিষ্যৎ পেতে চলেছে মেদিনীপুরের কচিকাঁচারা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in