নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:
অবশেষে হিরন কে হারিয়ে জয়ী হলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।এদিন তিনি প্রায় দু লক্ষাধিক ভোটে জয়ী হন।এরপরই তিনি সেন্টারে আসেন এবং আবির মেখে সহকর্মীদের সঙ্গে উৎসবে মেতে উঠেন।এরপর তিনি মন্দিরে গিয়ে পুজো দেন বিশালক্ষী মায়ের।
প্রায়ই টানটান উত্তেজনা এবং শেষ পর্যন্ত প্রায় দু লক্ষের মত ভোটে জয়ী হলেন দুবারের জেতা ঘাটালের সাংসদ তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।এদিন ঘাটালে ফলাফল ঘোষণা হয় রাজ্য এবং দেশের লোকসভা নির্বাচনের সঙ্গে।প্রথমের দিকে ব্যালোটে হিরন চট্টোপাধ্যায় এগিয়ে থাকলেও রাউন্ড হিসেবে ইভিএমে গণনা শুরু হতেই দেব এগোতে থাকেন।যদিও মধ্যেখানে হিরন ভোটে এগিয়ে গিয়েছিল দেবের থেকে কিন্তু এরপর কেশপুর খাতা খুললে দেখা যায় যে ব্যাপক পরিমাণ ভোটের মার্জিন দেব কে জেতানোর পথে নিয়ে যায়।এদিন প্রায় ১৯ রাউন্ড গণনা শেষে প্রায় দুই লক্ষর মত ভোটে জয়ী হলেন দীপক অধিকারী ওরফে দেব।জেতার খবর পেতেই বিকেল পাঁচটার পর কাউন্টার সেন্টারে দৌড়ে এলেন ঘাটালের প্রাক্তন সাংসদ ওরফে অভিনেতা।তিনি তার সহকর্মীদের সঙ্গে সবুজ আবিরের মেখে উঠেন এবং খুশির বহিঃপ্রকাশ ঘটান।তিনি এও বলেন তার প্রতিপক্ষ নানা রকম কুরুচিকর মন্তব্য করেছিল এই ভোটে কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার মোক্ষম জবাব দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার পাশাপাশি ৩২ নং ঘাটাল লোকসভা রয়েছে।যার এবারে মোট ভোটার ১৯,৩৯,৯৪৫লক্ষ।এই লোকসভার সাতটি বিধানসভার মধ্যে একটি বিধানসভা আবার পাশের জেলার মধ্যে রয়েছে।মোট সাতটি বিধানসভা হল ঘাটাল, দাসপুর, কেশপুর, সবং, পিংলা,ডেবরা ও পাঁশকুড়া পশ্চিম।এবারে শতাংশ হারে ৮২.১৭% ভোট মানে ভোট পড়েছে – ১৫,৯৩,৯৯০ টি। গতবারে দেবের ভোটের মার্জিন ছিল এক লক্ষ থেকে একটু বেশি কিন্তু এবারে তা ছাড়িয়ে প্রায় দু লক্ষর কাছাকাছি পৌছে গেল।