নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
কচি খুদেদের কেক কাটার মধ্যে দিয়ে পথচলা শুরু হলো Glame Edge মডেলিং স্টুডিওর। মূলত চিরাচরিত শিক্ষক পেশা ছাড়াও অন্যান্য ট্যালেন্ট যে মেদিনীপুরবাসী এবং মেদিনীপুর মানুষের মধ্যে রয়েছে তা তুলে ধরতেই এই স্টুডিওর উদ্বোধন।এরই সঙ্গে মডেলিং এর জগতে যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে প্রকাশিত হলো অভিলাষ সিং রাজপুত এর নিজের লেখা বই।
এক সময়ে আর দশ বছর মডেলিং শুটিংয়ে কাটিয়েছে ২৮ বছরের যুবক অভিলাষ সিং রাজপুত।এই মডেলিং জগতে কিভাবে শেখা যায়,কোথায় সমস্যা কোথায় তার সমাধান এবং মডেলিং এর ক্ষেত্রে কোথায় কোথায় সুবিধে পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে সেগুলি খুটিয়ে খুঁটিয়ে দেখেছে সে। এরপর ফিরে এসেছি তার নিজের বাড়ি মেদিনীপুর।যদিও সেই সময়টা ছিল মহামারী কোভিড।এরপর মহামারি কাটলে একের পর এক শো করেছে মেদিনীপুরের ছেলেমেয়েদের নিয়ে। এবার এক মডেলিং স্টুডিও নিয়ে হাজির সুরজ।নাম দেওয়া হয়েছে Glam Edge Modeling ।এখানে ছয় বছরের বয়স থেকেই শেখা যাবে মডেলিং,রাম্পে হাঁটা এবং বিভিন্ন commercial শুট।শুরু হয়েছে admission, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস। এরই পাশাপাশি থাকছে, যোগা প্রশিক্ষণ,ক্যামেরা ফটোশুটিং,মেকআপ শুট। মূলত হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে উঠতি শিক্ষানবিশরা।এই মডেলিং শেখানোর অফিস করা হয়েছে মেদিনীপুর শহরের কলিজিয়েট বালিকা বিদ্যালয়ের গলিতে।এছাড়াও দুঃস্থ পরিবারের জন্য থাকছে বিশেষ সুবিধা।এই দিন একটি লজে কেক কেটে এই স্টুডিওর উদ্বোধন হয় উদ্বোধনের উপস্থিত ছিলেন স্টুডিও মালিক,প্রশিক্ষক অভিলাষ সিং রাজপুত,যোগা প্রশিক্ষক কৃতী ঘোষ।এছাড়াও ছিলেন শুভম সাহা,কুহক দত্ত,শ্রেয়া,অন্বেষা, রিয়া,কতিফা,অরিণী সহ অন্যান্যরা। এরই সঙ্গে মডেলিং জগতের খুঁটিনাটি তথ্য নিয়ে প্রকাশিত হলো প্রশিক্ষক অভিলাষ সিং রাজপুত এর নিজের হাতের লেখা একটি বই।
এ বিষয়ে প্রশিক্ষক অভিলাষ সিং রাজপুত বলেন” মেদিনীপুরে এই মডেলিং স্টুডিওর উদ্বোধন করার একটাই উদ্দেশ্য এই মেদিনীপুর মানুষের চিরাচরিত পেশা থেকে বেরিয়ে এসে নিত্য নতুন এবং মডেল জগতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া।একসময় মেদিনীপুরের মানুষ কলকাতা মুম্বাই দৌড়ে যেত মডেলিং শিখতে।এখন আমরা ঘরের কাছে এসেই সুবিধেদেব,থাকছে দুস্থ পরিবারের জন্য বিশেষ সুবিধা।
অন্যদিকে যোগা প্রশিক্ষক কৃতী ঘোষ বলেন,”মডেলিং করার জন্য আগে শরীরের সক্ষমতা এবং সুন্দর শরীরের প্রয়োজন সে ক্ষেত্রে যোগা একান্তই দরকার। তাই সকল মানুষকেই যোগামুখি করতে এই স্টুডিওর উদ্বোধন।
প্রশিক্ষণ নিতে আসা উঠতি মডেলরা বলেন,”এই স্যারের হাত ধরে আমরা অনেক কিছুই শিখেছি এবং আগামী দিনে আরো কিছু শিখতে চাই।এরই পাশাপাশি মডেলিং জগতে সুনাম অর্জন করতে চাই আমরা।