Gope College Cover : রাজা নরেন্দ্র লাল খানের স্মৃতি হিসেবে গোপ কলেজের স্পেশাল কভার প্রকাশ করল পোস্ট অফিস

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পোস্ট অফিসের স্পেশাল কভারে জেলার কলেজের ছবি।উচ্ছ্বসিত পড়ুয়া সহ রাজা নরেন্দ্র লাল খান কলেজ কর্তৃপক্ষ।পোষ্ট অফিসের মিউজিয়ামে এই কভার সংরক্ষিত থাকবে।ভবিষ্যতে পড়ুয়ারা চাইলে ব্যাবহার করতে পারবে।

এই বুধবার ছিল National Girl Child দিবস আর এই দিনটিকে স্মরণীয় মুহূর্ত করে রাখতে প্রথিতযশা এবং ঐতিহ্যবাহী কলেজ রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ(গোপ) কলেজের স্পেশাল কভার হিসেবে মান্যতা দিল পোস্ট অফিস।আর সেই কলেজের ঐতিহ্যকে মান্যতা দিয়েই প্রকাশিত হল গোপ কলেজের ছবি দিয়ে পোস্ট অফিসের স্পেশাল কভার।যা নিয়ে রীতিমত খুশির হাওয়া কলেজ ছাত্রী,প্রিন্সিপাল এবং পোস্ট অফিসের মধ্যে।প্রসঙ্গত পুরানো বিপ্লবী এবং ঐতিহ্যবাহী কলেজগুলির মধ্যে অন্যতম হলো রাজা নরেন্দ্র লাল খান কলেজ ওমেন্স কলেজ ওরফে গোপ কলেজ।যে কলেজে এখনো বহু ইতিহাস বহন করে চলছে। সম্প্রতি এই কলেজ তার রাঙ্কিং এ শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করেছে।সব দিক দিয়ে খেয়াল করে ভারতীয় ডাক বিভাগ স্পেশাল কভার হিসেবে গোপ কলেজের ছবিকেই মান্যতা দিল।

কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই কলেজ প্রকাশ সেই কভার প্রকাশ করেন বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পোস্ট অফিসের সাউথ বেঙ্গল রিজিওনাল পোস্টমাস্টার (PMG) শ্রীমতি শশী সালিনী কুজুর,ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী,কলেজ অধ্যক্ষ জয়শ্রী লাহা,মেদিনীপুর পোস্টাল ডিভিশনের সম্মানীয় সিনিয়র সুপারেনটেনডেন্ট(SSPO) শ্রী রতিকান্ত সোয়াইন সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।এদিন সবাই হাতে করে সেই কভার নিয়ে প্রকাশ করেন এই স্পেশাল কভার।এরপর বক্তব্য রাখতে গিয়ে একে একে অতিথি বৃন্দসহ কলেজের অধ্যক্ষ তার উচ্ছ্বসিত খুশি প্রকাশ করেন।

এ বিষয়ে সাউথ বেঙ্গল রিজনাল পোস্টমাস্টার শশী সালিনী কুজুর বলেন এই বিপ্লবী শহর মেদিনীপুরে যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে এই রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ।সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তাকে স্পেশাল কভারের ছবিতে জায়গা দেওয়া হয়েছে।আর তাই আজকে এক বিশেষ দিনে সেই ছবি সম্বলিত প্রকাশ করা হলো।কেউ নিতে চাইলে সব মিলিয়ে এর দাম পড়বে কুড়ি টাকা।এই কভার হাতে পেলেই মানুষ জানতে পারবে এই কলেজের ঐতিহ্য এবং ইতিহাস। এই ইতিহাস সংগ্রহশালায় সংরক্ষিত থাকবে।

অন্যদিকে উচ্ছ্বসিত কলেজের অধ্যক্ষ জয়শ্রী লাহা।তিনি বলেন এমন একটা ইতিহাস চর্চিত কলেজের এত বড় শ্রেষ্ঠত্ব শিরোপা পাবো তা স্বপ্নেও ভাবিনি।এইটা আমাদের বড় প্রাপ্তি।আমাদের কলেজের সুনাম আরো ছড়িয়ে পড়ুক চারিদিকে এটাই চাইবো।

এই ঘটনায় খুশি প্রাক্তন সহ বর্তমান পড়ুয়া।তাদের বক্তব্য যে কলেজে আমরা পড়ছি তার ইতিহাস যেমন রয়েছে তেমনি শ্রেষ্ঠত্বের শিরোপার সম্মান জুটেছে।আজ নিজেকে গর্বিত লাগছে যে এটা আমাদেরই


Share

dnews.in