নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
রবিবার মেদিনীপুর হেড পোস্ট অফিসের সামনে টরেন্টো লজে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।আয়োজনে রাজাবাজার ব্যবসায়ী সমিতি এবং মেদিনীপুর মহেশ্বরী মহিলা সমিতি সহযোগিতায় দুর্গাপুর মিশন হসপিটাল। স্বাস্থ্য শিবিরে মোট ১৮০ জন মানুষ নিজের স্বাস্থ্য পরীক্ষা করান। তাদের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা।
মেদিনীপুর শহরে হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য দেখাতে এলেন ছোট বড় বয়স্ক মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষজন।এইদিন এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন পৌরসভার পৌর চেয়ারম্যান সৌমেন খান,প্রধান অতিথি হিসাবে ছিলেন,আই সি কোতোয়ালি আতিউর রহমান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন গৌতম চক্রবর্তী মহাশয়(ডিপো ইনচার্জ এসবিএসটিসি)সমাজসেবী ও ব্যবসায়ী প্রসেনজিৎ সাহা,ছিলেন রাজাবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর প্রামাণিক এবং মেদিনীপুর মহিলা মহেশ্বরী সমিতির সম্পাদিকা শ্রীমতি শকুন্তলা কোঠারি মহাশয়া।এদিন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা রোগীদের দেখেন।শিবির শেষে প্রায় ১৮০ জন রোগীকে দেখেন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা।
মূলত এই শিবিরে হার্টের রোগীকে দেখেন ডাক্তার জে এন নায়েক, চেস্টের জন্য বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন সৌরভ চক্রবর্তী, স্ত্রী বিশেষজ্ঞ এবং প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন ঈশিতা কোনার,জেনারেল ফিজিশিয়ান ছিলেন তীর্থ মুখার্জি ছাড়াও ছিলেন মেডিকেল ডিরেক্টর পার্থ পাল এবং মেডিক্যাল সুপারিটেনডেন্ট দেবাশীষ ঘোষ। তবে এদিন টরেন্টো লজের চার তলায় এই স্বাস্থ্য শিবির হওয়ায় কিছুটা হল অসুবিধা হয়েছে রোগীদের উঠতে গিয়ে। ফলে চিকিৎসা করতে আসা রোগীদের মধ্যেও কিছুটা ক্ষোভ দেখা দেয়।অন্যদিকে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় চন্দন রায় সহ অন্যান্য নেতৃবর্গ বৃন্দ এবং উপস্থিত ছিলেন রাজাবাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এবং উপস্থিত ছিলেন মেদিনীপুর মহিলা মহেশ্বরী সমিতির সমস্ত সদস্যাগন।