Hindu New Year:ঋষি অরবিন্দ ট্রাস্ট এর উদ্যোগে রাষ্ট্রীয় হিন্দু নববর্ষ উদযাপন!স্টেজে কচি কাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মঙ্গলবার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিন্দু নববর্ষ।এদিন বিদ্যাসাগর হলে এই নববর্ষের আয়োজন করেছিল ঋষি অরবিন্দ ট্রাস্টের সদস্যরা।আর সেই ট্রাস্ট এর উদ্যোগে সন্ধ্যেবেলায় নৃত্য গীতে,কচিকাঁচাদের অনুষ্ঠান সেই সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশের মধ্য দিয়ে এই নববর্ষ উদযাপন করা হয়।

মূলত এই নববর্ষের উদযাপনের পেছনে কয়েকটি কারণ দেখিয়েছে এই ট্রাস্টের সদস্যরা,সেই কারণগুলি হল এই দিনটিতে শ্রীরামচন্দ্রের রাজ্যভিষেক,ভগবান বিষ্ণুর প্রথম অবতার হয়েছিল,সম্রাট বিক্রমাদিত্য এইদিন রাজ্য স্থাপনা করেছিলেন,এই দিনটিতে মহর্ষি গৌতমের জন্মদিবস দিবস এরই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশবরাও বলিরামরাও হেডগেওয়ারের জন্ম তিথি। মূলত এই অনুষ্ঠানে এই দিন উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি জিষ্ণু দেবানন্দ সরস্বতী,প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহা,কেশব মন্ডল,শশাঙ্ক শেখর দে। এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জগমোহন আচার্য ও বিনয় কুমার সিদ্ধান্ত। এছাড়াও এই নববর্ষ উদযাপনের সামিল হয়েছিলেন শহরের শতাধিক মানুষজন তাদের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে।এই অনুষ্ঠানে বোঝানো হয় নববর্ষের কার্যকরিতা,উদযাপনের লক্ষ্য এবং এর বর্তমান উপকারিতা। উদ্যোক্তাদের মতে এই দিন শ্রী রামচন্দ্রের রাজ্যভিষেক হয়েছিল আর এদিন থেকে নবরাত্রি শুরু হয়।এক কথায় বলা যেতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্যর মধ্য দিয়েই এই দিন উদযাপন করেছে মেদিনীপুরের মানুষজন।


Share

dnews.in