Hiraan Chaterjee:রেখা পাত্রের পর হিরণ চট্টোপাধ্যায়ের আবেদনে সায় হাইকোর্টের! নির্বাচনী কাগজপত্র সংরক্ষণের নির্দেশ

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

এবার বিজেপি প্রার্থী অভিনেতা হিরন চট্টোপাধ্যায়ের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে সায় দিল হাইকোর্ট।তাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২০২৪ এর ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোট,সিসিটিভি ফুটেজ, ভিভিআর,ইভিএম,ব্যালট,অফিস নোট,নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করার।আর এই নির্দেশেই রাজ্যের পরাজয় দেখছে বিজেপি।

মূলত গত ২০২৪ এর লোকসভার নির্বাচন শেষ হয়েছে ১ লা জুন।ষষ্ঠ দফায় নির্বাচন ছিল পশ্চিম মেদিনীপুর ঘাটাল সহ পুরুলিয়া বাঁকুড়ার।ভোটের প্রচারে বাজিমাত করলেও ভোট শেষে প্রায় ২ লক্ষাধিক ভোটে পরাজিত হয়, অভিনেতা দেবের কাছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।যদি জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী ছিলেন এ বিজেপি প্রার্থী খোদ নিজে বলে দাবি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এর। কিন্তু ৪ ই জুন ফলাফলে দেখা যায় তৃণমূল প্রার্থী দেব এর কাছে এক লক্ষ ৮২ হাজার ভোটে হেরেছে হিরন চট্টোপাধ্যায়।আর তাতেই ক্ষোভ প্রকাশ করে এই বিজেপি প্রার্থী।আর তাই এই লোকসভা ভোটে হেরে গিয়ে নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।আজ শুক্রবার হিরণের ইলেকশন পিটিশনের ভিত্তিতে শুনানি ছিল বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে।

এইদিন হিরণের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ,ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রের CCTV ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করে রাখতে হবে। এই সংরক্ষণের কাজ করবে নির্বাচন কমিশন।তবে হারের ক্ষেত্রে শুধু হিরণই নন, বসিরহাটের রেখা পাত্র,ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস ববি থেকে আরামবাগের অরূপ দিগর,সকলেই ভোটে হেরে ভোটের ফল নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ করেছিলেন। সম্প্রতি রেখা পাত্রের পিটিশনের শুনানি হয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে।আর তাতে ইভিএম, ব্যালট,সিসিটিভি,ডিভিআর,নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।আগামী ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।এরইমধ্যে এবার হিরণের মামলায়ও সেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে।

হিরনের এই মামলার আগামী শুনানি হবে ৬ই সেপ্টেম্বর। এখন অপেক্ষা সেই সেপ্টেম্বর মাসের দিকে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in