নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়ন জমা দিতে এলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।এইদিন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নমিনেশন জমা দিতে আসেন এবং তিনি এসে দেবকে ও পাল্টা বার্তা দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে।
তৃণমূলের অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের পর এবার বিজেপির প্রার্থী হিরন চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুর কালেক্টরেটে।এইদিন তিনি কেশপুরে নিহত বিজেপি কর্মী সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে এই মনোনয়ন দিতে যান।এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রস্থ বার্তা দিলেন বন্ধু দেব কে।তিনি বলেন ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়েই মনোনয়ন জমা দিলেন। এর সঙ্গে তিনি একের পর এক মিথ্যা কথা বলেছেন।তিনি প্রথমে বলেছিলেন নয় লক্ষ ভোট পাব এবং ৯ লক্ষ গাছ লাগাবো।তার কিছুক্ষণের মধ্যেই তিনি ৮ লক্ষ ভোট পাবেন আট লক্ষ গাছ লাগাবো বলে প্রতিশ্রুতি দেন।এক মিনিটের মধ্যেই সাংসদ ১ লক্ষ গাছ কমিয়ে মিথ্যে কথা বলেছেন।কেশপুরে রক্ত ঝরিয়ে সৌজন্যতার বার্তা দিয়ে ও নিজেকে মহান ভাবছে দেব।
প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার এবারে বিজেপি প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরন চট্টোপাধ্যায় কে।আর এই হিরন চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছেন ঘাটালের দুবারের জেতা সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী।যদিও প্রচারে রীতিমতো দেবের পাশাপাশি ঝড় তুলেছে হিরন।কোন অংশেই কেউ এক ইঞ্চি ছাড়ছে না।গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী দেব। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হিরণ। যদিও হিরনের এই মনোনয়ন জমা দিতে হাজার হাজার বিজেপি কর্মী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এসেছিলেন।তবে এইদিন হিরন এদিন খড়গপুর থেকে ট্রেনে করে মেদিনীপুরে আসেন এবং মেদিনীপুর থেকে টোটো করে তিনি টিভি টাওয়ার মাঠে পৌঁছে যান।সেখান থেকে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে একসাথে নিয়েই তারা মনোনয়ন জমা দিতে আসেন।