নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :
ফের বিজেপি কর্মীর মৃত্যু হল তাও আবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে।যা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।মৃতের বাড়ি পৌঁছতেই ভেঙে পড়ল পরিবার,হিরনের পা ধরে ছেলের বিচার চাইলেন মৃতের পরিবার। যদিও বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরনের বক্তব্য হাইকোর্টে গিয়ে আমরা মামলা করব।সেই সঙ্গে আমরা সিবিআই দিয়ে তদন্ত করিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাদের যেমন ধরবো,তেমনি থানার আইসি এবং এসপিকে ও ধরাবো।
ভোটের আগে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের সরগরম হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর।ঘটনাক্রমে জানা যায় খড়্গপুর বাড়বাসীর বাসিন্দা শান্তনু ঘোড়ই(32) গত 22 সে মার্চ দুপুর দুটোর পর থেকে কাজের নাম করে ঘর বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি।এরপর বাড়ির লোকজন শান্তনু বাড়ি না ফেরায় বিকেল থেকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।খোঁজাখুঁজি শুরু হয়ে আত্মীয়-স্বজনের বাড়ি পর্যন্ত।অবশেষে রাত্রি দশটা নাগাদ থানায় অভিযোগ করতে গেলে খবর আসে যে শান্তনুকে একটি জমির ধারে পাওয়া গেছে হাতে গামছা বাঁধা অবস্থায়।এরপর তাকে বাড়ির লোক খুঁজতে গিয়ে দেখে না নাকে মুখে রক্ত,গোটা চারদিকে রক্ত।এই ঘটনায় পরবর্তীকালে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনের নামে অভিযোগ করতে যায় কিন্তু বাড়ির লোকের অভিযোগ সেই সময় পুলিশ তাদের অভিযোগ না নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখে থানায়।এরপর হিরন পৌঁছাতে অভিযোগ হয় থানায়।সেই অভিযোগ পত্রে বিজেপি করার অপরাধে তাকে যে শাসানো হতো সেই ঘটনাও তুলে ধরা হয়।সেই ঘটনায় এবারের মেদিনীপুর লোকসভার প্রার্থী বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় মৃতের বাড়িতে দেখা করতে যায়।এদিন হিরনকে কাছে পেয়ে ভেঙে পড়ে পরিবার এবং বলে তাদের বিচার চাই।
যদিও এ বিষয়ে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বলেন এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা করব এবং সিবিআই তদন্ত করাবো। এখানে যত তৃণমূল নেতা নেতৃত্ব রয়েছে তার পাশাপাশি থানার আইসি এবং পুলিশ সুপারকে আমরা CBI এর জালে ধরবো।এর সঙ্গে হিরন মৃতের পরিবার কে বলেন এখানকার মা-বোনদের বলবো সন্দেশখালীর মতন আপনারা হাতে ঝাঁটা,জুতা,কাঠারি,বটি যা পারবেন তুলে প্রতিরোধ করুন।
যদিও এ বিষয়ে তৃণমূলের পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই।যেহেতু ওদের প্রচারে লোক হচ্ছে না তাই তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে।তিনি এও বলেন ছেলেটি মাদকাসক্ত এবং ওদের জ্ঞাতিগোষ্ঠীর সঙ্গে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।