নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর:
মেদিনীপুর শহরের গিনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি রহস্য,রোমাঞ্চে ভরা,বহু প্রতিক্ষিত পূর্ণ দৈঘ্যের ছবি ‘হানিমুন দ্য ডার্ক সাসপেন্স’-এর পোষ্টার রিলিজ হলো মেদিনীপুর শহরের কোলাজ স্টুডিওতে।অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে পোষ্টার রিলিজ করেন ছবির সর্ব কনিষ্ঠা শিশু শিল্পী নীলাক্ষী চ্যাটার্জী।
মূলত এই ছবি গল্প, চিত্রনাট্য গান লেখার পাশাপাশি ছবির নির্দেশনায় রয়েছেন মেদিনীপুরের তরুণ পরিচালক নীল।ছবিতে অভিনয় করেছেন শকুন্তলা বোস,শৌভিক মোহান্তি,ঋক চৌধুরী, সুশান্ত ঘোষ, প্রিয়াঙ্কা আঢ্য, রাজ চক্রবর্তী,সুদীপ কুমার খাঁড়া,তাপস জানা,দেবরাজ চক্রবর্তী,সঞ্জয় মাহাতো,নীল ও নীলাক্ষী।গানে লেখার পাশাপাশি সুর দিয়েছেন নীল।ছবির গানগুলো গেয়েছেন স্বাগত মাইতি,রিদিম দাস বোস,গীতা রায়।ইনস্ট্রুমেন্টাল মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন রাজু বিষুই।রেকর্ডিং হয়েছে স্টুডিও সেকেন্ড হাফে।রেকর্ডং এ মিক্সিং করেছেন অভিজিৎ সামন্ত।ছবির ডিওপি সম্রাট খান।সহযোগিতা করেছেন সুদীপ,বিজয়, অরিন্দম।ক্যামরার কাজ করেছেন সনু।লাইটের দায়িত্বে সুদীপ,শান্তনু।মেক আপ তনুশ্রী সিনহা।প্রধান এডিটর হিসেবে এডিটিং ও ডাবিং এর কাজ করেছেন স্টুডিও কোলাজের কর্ণাধার তাপস জানা।
সহযোগিতা করেছেন সম্রাট,শান্তনু,রিচা।ছবির প্রযোজনা করেছেন মীনাক্ষী চ্যাটার্জী।ছবিটি আগামী শনিবার অরবিন্দ শিশু উদ্যানের থ্রি ডি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।উল্লেখ্য,বছর 37 এর এই নীল ওরফে নীলোৎপল চ্যাটার্জি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।মেদিনীপুর কলেজ থেকে পড়াশোনা করা উদ্যোগী পরোপকারী যুবক।গান করা এবং লেখা তার নেশা।চিরদিনই স্বপ্ন ছিল মেদিনীপুরের ছেলেমেয়েদের নিয়ে একটি সিনেমা করার। অবশেষে সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। এই সিনেমারপ্রযোজক মীনাক্ষী চ্যাটার্জী ও পরিচালক নীলের আশা প্রায় বছর খানেক সময় বানানো তাঁদের এই ছবি দর্শকদের মন জয় করবে।
এই ছবিতে রোমান্স, থ্রিলার সহ উপাদান রয়েছে।বাড়ির সবার সাথে একসাথে বসে দেখার মতো ছবি উপহার দিতে চলেছেন তরুণ পরিচালক নীল। উল্লেখ্য সমস্ত শিল্পীই মেদিনীপুর জেলার।নায়িকা শকুন্তলা বোসের এটাই প্রথম ছবি।