বাংলা ভুলি কি করে,বাংলা বুকের ভেতরে 14 লক্ষের বাজেটে গ্রাম্য বাংলার থিম নজর কাড়ছে জেলায়

Share

মেদিনীপুর 19 ই অক্টোবর :

যতই ডিজিটাল যুগের ব্যবহার হচ্ছে ততই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চালচিত্র এবং আদব কায়দা।আর এই জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গ্রাম বাংলার যে আদব-কায়দা তা এক প্রকার নেই বললেই চলে।কেননা এই বাংলা আর বাঙালির যে ট্রাডিশন এবং রীতিনীতি তা যুগের সঙ্গে পরিবর্তনশীল হয়ে চলছে। যাতে মানুষ হয়ে উঠেছে আরো বেশি সামাজিক ও ডিজিটাল। ক্যালেন্ডারে ১২ মাসের বাংলার নামকরণ করে ১২ রকম অনুষ্ঠান হতো এই গ্রামবাংলায়।তাই নয় এরই সঙ্গে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এবং পূজোর মরসুমে যে নতুন নতুন করে দেওয়াল চিত্র রীতি-নীতি বানানো সঙ্গে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা-এই সবই ছিল গ্রাম বাংলার রীতিনীতি কিন্তু তা হারিয়ে যেতে বসেছে।

এবারে রজত জয়ন্তী বর্ষে শরৎপল্লী ডাকবাংলোর সৃজনী সোসিও কালচারাল অ্যাসোসিয়েশনের থিম এই গ্রাম বাংলাকে নিয়ে।মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়ার হাত ধরে উদ্বোধন হয়েছে মন্ডপের।মন্ডপ উদ্বোধনের পর থেকে ভিড় জমেছে। চতুর্থী থেকেই এই মন্ডপ ও সাবেকি প্রতিমা দেখতে মেদিনীপুর বাসীর ভিড়।প্রায় ১৪ লক্ষ টাকার বাজেটের এই মন্ডপ বলে জানান উদ্যোক্তারা।

সৃজনী পুজো কমিটির উদ্যোক্তা প্রীতি সংকর বেরা বলেন বাংলা আর বাঙ্গালীর গর্ব এই দুর্গাপূজা।সারা বছর হাপিত্যেশ করে মানুষ অপেক্ষা করে।আমাদের রজত জয়ন্তী বর্ষে তাই গ্রাম বাংলার প্রকৃতিকে মানুষের সামনে তুলে ধরায় উদ্দেশ্য।


Share

dnews.in